ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ছাত্রীর গর্ভপাত ঘটানোর সময় মৃত্যু

প্রকাশিত: ০৪:২০, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

ছাত্রীর গর্ভপাত ঘটানোর সময় মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৪ ফেব্রুয়ারি ॥ গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামে জয়নবী খাতুন নামে এক এসএসসি পরীক্ষার্থী অবৈধ গর্ভপাত ঘটানোর সময় মারা গেছে। সে ওই গ্রামের জনৈক জবেদ আলীর মেয়ে। এ ঘটনায় তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়ার গ্রাম্য ডাক্তার বাচ্চু মিয়াকে পুলিশ আটক করেছে। পুলিশ জানায়, জয়নবীর সঙ্গে একই এলাকার হাফিজিয়া মাদ্রাসার ছাত্রের অবৈধ সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভনে ওই ছাত্র তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এরই এক পর্যায়ে জয়নবী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে তারা গ্রাম্য ডাক্তার বাচ্চু মিয়ার শরণাপন্ন হয়। এরপর শুক্রবার রাতে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটানোর চেষ্টা করলে জয়নবী মারা যায়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রাম্য ডাক্তার বাচ্চু মিয়াকে আটক করা হয়েছে।
×