ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালকিনিতে ইউপি পরিষদের অফিস সহকারীকে হাতুরীপেটা

প্রকাশিত: ২৩:৩৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

কালকিনিতে ইউপি পরিষদের অফিস সহকারীকে হাতুরীপেটা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে আবদুর রশিদ মুন্সি (৩৯) নামের এক ইউপি পরিষদের অফিস সহকারীকে হাতুরীপেটা করেছে প্রতিপক্ষ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। সে আউলিয়ারচর গ্রামের সুলতান মুন্সির ছেলে। এ বিষয় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। আজ শনিবার দুপুরে উপজেলার মালেরহাটে এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানাগেছে, উপজেলার বাশগাড়ি ইউপি পরিষদের অফিস সহকারী আবদুর রশিদ মুন্সির সাথে একেই এলাকার আকতার শিকদারের এলাকায় আধিপাত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে আকতার শিকদার ও মতি শিকদারসহ বেশ কয়েজন মিলে আবদুর রশিদকে হাতুরী দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে। পরে খবর পেয়ে খাশেরহাট পুলিশ ফারির এএসআই রাজিবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। আহতের স্ত্রী আকলিমা বেগম বলেন, আমার স্বামীকে বিনা কারনে হাতুরী দিয়ে পিটিয়েছে আকতার ও তার লোকজন। অভিযুক্ত আকতার হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে খাসেরহাট পুলিশ ফারির উপপরিদর্শক এএসআই রাজিবুল হাসান বলেন, খবর পেয়ে আমরা তাকে আহত অবস্থায় কালকিনি হাসপাতালে ভর্তি করেছি। এবং প্রতিপক্ষরা আহত ব্যক্তিকে এলাকাছাড়া করার হুমকি দিয়ে আসছে।
×