ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মাগুরায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

প্রকাশিত: ০৪:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

মাগুরায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৩ ফেব্রুয়ারি ॥ শুক্রবার ভোরে সদর উপজেলার হাজরাপুর ইউপির সাঁইত্রিশ নামকস্থানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে কবির হোসেন (৩০) একজন নিহত হয়েছে। নিহত কবির হোসেন ঝিনাইদহ জেলার পোড়াহাটি গ্রামের আবুল কাশেমের ছেলে। তবে নিহত কবির হোসেন পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সে গরুচোর নয়, পাগল। জানা যায়, সদর উপজেলার হাজরাপুর ইউপির সাঁইত্রিশ নামকস্থানে লুৎফর রহমানের বাড়িতে গরু চুরির সময় কবির হোসেনকে আটক করে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলে মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহত কবির হোসেনের আপন বড় ভাই সিরাজ ও ঝিনাইদহ জেলার পোড়াহাটি ইউনিয়নের মেম্বার শওকত আলী জানান, কবির হোসেন পাগল। সে চোর নয়। তাকে কেন পিটিয়ে হত্যা করা হলো! চোর হলে পুলিশে দিল না কেন? এটা হত্যাকান্ড। আমরা তার হত্যার বিচার চাই।
×