ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষকরা হবেন বরকন্দাজ!

প্রকাশিত: ০৫:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

শিক্ষকরা হবেন বরকন্দাজ!

স্কুলে বন্দুক হামলা প্রতিরোধে শিক্ষকদের অস্ত্রসজ্জিত করার পরামর্শ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রসজ্জিত শিক্ষকরা গত সপ্তায় ফ্লোরিডায় ১৭ স্কুল শিক্ষার্থীকে হত্যার মতো ঘটনা প্রতিরোধ করতে পারেন। স্কুলের কর্মকর্তাদের একজনকে যদি বন্দুক সহকারে রাখা হয় তবে তিনি খুব দ্রুতই যেকোন আক্রমণকে গুড়িয়ে দিতে পারবেন। তিনি এমন এক সময় এই ভাবনার কথা জানালেন যখন ১৪ ফেব্রুয়ারির হামলায় বেঁচে যাওয়া শিক্ষার্থীরা এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করতে তাকে মিনতি করেছেন। তবে ট্রাম্প বন্দুক ক্রেতাদের পারিপার্শ্বিক অবস্থা ক্ষতিয়ে দেখার আহ্বানকে সমর্থন জানিয়েছেন। এদিকে ওই ঘটনায় বেঁচে যাওয়া অন্যরা অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে পদক্ষেপ নিতে ফ্লোরিডার আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার ফ্লোরিডার মারজরি স্কুল থেকে দেখা করতে আসা শিক্ষর্থীদের ট্রাম্প বলেন, ‘আমরা অস্ত্র ক্রেতাদের পারিপার্শ্বিক অবস্থার প্রতি কঠোর হব, তাদের মানসিক স্বাস্থ্যের প্রতি ব্যাপক গুরুত্ব দেব।’ তিনি আরও বলেন, ‘অতীতের মতো এই প্রতিশ্রুতি শুধু কথাতেই সীমাবদ্ধ থাকবে।’ মার্কিন প্রেসিডেন্ট শক্তিশালী অস্ত্র লবি গ্রুপ দ্য ন্যাশনাল রাইফেল এ্যাসোসিয়েশনের (এনআরএ) দীর্ঘদিনের একটি প্রস্তাবও সমর্থন করেছেন। তিনি শিক্ষকদের অস্ত্রসজ্জিত হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে নেয়ার বিষয়ে জোর দেন। তিনি বলেন, ‘যদি আপনার এমন একজন শিক্ষক থাকে যে বন্দুক চালনায় পরদর্শী তারা খুব দ্রুতই যে কোন অক্রমণকে খুব ভালভাবে গুড়িয়ে দিতে পারবেন।’ তার এ পরিকল্পনা যে বিতর্কিত তা স্বীকার করে তিনি বলেন, একজন শিক্ষকের সঙ্গে যদি একটি গুপ্ত অস্ত্র থাকে তবে তারা বিশেষ প্রশিক্ষণের জন্য গণ্য হবেন, তারপর তারা স্কুলে দায়িত্ব পালন করবেন এবং আপনি অস্ত্র মুক্ত কোন জায়গা দেখতে পাবেন না। ট্রাম্প বলেন, ‘অস্ত্র মুক্ত জায়গার কথা ভাবা এক প্রকার উন্মদগ্রস্ততা, যারা এ ধরনের চিন্তা করেন তারা সবাই ভীতু। অস্ত্র মুক্ত জায়গা হচ্ছে এমন, চলুন ভেতরে যাই এবং আক্রমণ করি।’ দ্য ওয়েবসাইট আর্মড ক্যাম্পাসের মতে যুক্তরাষ্ট্রের এক ডজন অঙ্গরাজ্য ইতোমধ্যে কলেজ আঙ্গিনায় গুপ্ত হাত বন্দুক বহনের অনুমতি দিয়েছে। তবে ফ্লোরিডা এই অনুমতি দেয়নি। ট্রাম্প ২০১৬ সালের নির্বচনী প্রচারের সময় ক্লাসরুমে বন্দুক বহনের বিষয়টি সমর্থনের কথা অস্বীকার করেছেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি স্কুলে ১৪ ফেব্রুয়ারিতে গুলিবর্ষণের ঘটনায় ১৭ শিক্ষার্থী নিহত হয়। হত্যাকারী নিকোলাস ক্রুজের (১৯) আগ্নেয়াস্ত্রের প্রতি দুর্বলতা ছিল। সে স্কুল থেকে শৃঙ্খলাভঙ্গের কারণে বহিষ্কৃত হয়েছিল। তার সাবেক স্কুলের শেষদিনে গুলির ঘটনাটি ঘটায়। স্থানীয় পুলিশ পরে তাকে কাছের কোরাল স্প্রিংস থেকে গ্রেফতার করে। ব্রোওয়ার্ড কাউন্টি শেরিফ স্কট ইসরাইল জানান, নিকোলাসের জন্ম ১৯৯৮ সালে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে খুবই উত্তেজনামূলক বার্তা পোস্ট করেছিল। যদিও তিনি নিকোলাসের সম্পর্কে নির্দিষ্ট কোন অভিযোগ জানাতে পারেননি। কর্তৃপক্ষও বন্দুকধারীর কোন ছবি প্রকাশ করেনি। স্কুলে ক্রুজ সমস্যায় জর্জরিত একজন হিসেবে পরিচিত ছিল। ২০১৬ সালের ক্রুজের ক্লাসের এক সেমিস্টারের গণিত শিক্ষক জিম গার্ড মিয়ামি হেরাল্ডকে জানান, গত বছর সে শিক্ষার্থীদের হুমকির মতো ঘটনা ঘটিয়ে সমস্যা সৃষ্টি করে। পরে তাকে স্কুল ছেড়ে দিতে বলা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী স্থানীয় সম্প্রচার মাধ্যম ওয়াইএসভিএন-৭কে জানান, ক্রুজ ছিলেন একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি হয়েছিল। এক শিক্ষার্থী নিকোলাস কোক জানান, মায়ের মৃত্যুর পর ক্রুজ একাকী হয়ে পড়ে। স্কুল ছেড়ে দেয়ার পর সে ফ্লোরিডার উত্তরাঞ্চলে চলে যায়। জুনিয়র সামরিক প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় ক্রুজ প্রশিক্ষণ নেয়। প্রতিবছর যুক্তরাষ্ট্রে ৩০ হাজারের বেশি লোক বন্দুকধারীরর হামলায় নিহত হয়। প্রতিদিন নিহত হয় ৩০ জনের বেশি। নিহতদের মধ্যে অর্ধেকের বয়স ১৮ থেকে ৩৫। এক তৃতীয়াংশের বয়স ২০ বছরের কম। হত্যার শিকার হওয়া বলে মনে করা হয় এমন ঘটনার দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে বন্দুক হামলা। এতে যারা শিকার হয় তাদের বয়স ১৫ থেকে ২৪ বছরে মধ্যে। যাদের মধ্যে প্রাথমিক শিকার হন অফ্রিকান আমেরিকানরা।
×