ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে মা সমাবেশ

প্রকাশিত: ০৪:২২, ২১ ফেব্রুয়ারি ২০১৮

ঈশ্বরদীতে মা সমাবেশ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ মঙ্গলবার সকালে ঈশ্বরদী এয়ারপোর্ট প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ ও সেরা মা সম্মাননা প্রদান করা হয় । বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমদাদুল হক রানা সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, প্রাথমিক শিক্ষা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনারুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা খান প্রমুখ। ২০৬ স্কুলে শহীদ মিনার উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ২০ ফেব্রুয়ারি ॥ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান এমপি পার্বতীপুরে ২০৬ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন করেন। শহীদ মিনারগুলো স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি স্বউদ্যোগে নির্মাণ করেন। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় স্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যলয় ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখান থেকে একযোগে নবনির্মিত শহীদ মিনারগুলোর উদ্বোধন ঘোষণা করা হয়। ইউএনও তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষার উপ-পরিচালক সিরাজুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তৌফিকুজ্জামান, সহকারী জেলা শিক্ষা অফিসার আহসান হাবীব, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ।
×