ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চারণকবি বিজয় সরকারের ১১৬তম জয়ন্তী আজ

প্রকাশিত: ০৬:৩৯, ২০ ফেব্রুয়ারি ২০১৮

চারণকবি বিজয় সরকারের ১১৬তম জয়ন্তী আজ

রিফাত-বিন-ত্বহা, নড়াইল থেকে ॥ এই পৃথিবী যেমন আছে, তেমনিই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে...। এই গানের রচয়িতা অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা চারণকবি বিজয় সরকারের ১১৬তম জন্মজয়ন্তী আজ ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার। বিজয় সরকার ১৯০৩ সালের এই দিনে নড়াইলের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী। বিজয় সরকারের দুই স্ত্রী-বীণাপানি ও প্রমোদা অধিকারীর কেউই বেঁচে নেই। সন্তানদের মধ্যে কাজল অধিকারী ও বাদল অধিকারী এবং মেয়ে বুলবুলি অধিকারী ভারতের পশ্চিমবঙ্গে বসবাস করছেন। বার্ধ্যকজনিত কারণে ১৯৮৫ সালের ২ ডিসেম্বর ভারতের হাওড়ার বেলুডে পরলোকগমন করেন বিজয় সরকার। পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়। ভারতের কল্যানী বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বিজয় সরকারের রচনা পাঠ্য তালিকাভুক্ত করেছেন। রবীন্দ্রভারতী ও কল্যনী বিশ্ববিদ্যালয় বিজয় সরকারের ওপর মূল্যবান গবেষণার জন্য পি এইচ ডি ডিগ্রী প্রদান করেছেন। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন। এবার ‘কণ্ঠযোদ্ধা’ হিসেবে বিজয় সরকারকে ‘স্বাধীনতা পদক’ দেয়ার দাবি উঠেছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের ব্যারাকপুর কেউটিয়া গ্রামে বিজয় সরকারের জন্মদিন উপলক্ষে লোককবি বিজয় সরকার স্মারক সমিতির আয়োজনে আজ ২০ ফেব্রুয়ারি থেকে দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। কবির জন্মস্থান নড়াইলের ডুমদিতে আজ ২০ ফেব্রুয়ারি এবং আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
×