ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রাসায়নিক ॥ ফের জরিমানা এ্যাপোলোকে

প্রকাশিত: ০৬:০৩, ২০ ফেব্রুয়ারি ২০১৮

মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রাসায়নিক ॥ ফের জরিমানা এ্যাপোলোকে

স্টাফ রিপোর্টার ॥ বার বার ভেজাল ওষুধ আর রাসায়নিক ব্যবহার করায় জরিমানা করা হলেও শিক্ষা নেয়নি রাজধানীর এ্যাপোলো হাসপাতাল। প্রভাবশালীদের মালিকানায় পরিচালিত এই হাসপাতালে রোগীদের জিম্মি করে অস্বাভাবিক বিল আদায়ের অভিযোগ নিত্যদিনের। সর্বশেষ সোমবারও প্রতারিত এক রোগীর অভিযোগে সেখানে হানা দেয় র‌্যাব ও ওষুধ প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় রোগ নির্ণয়ের জন্য মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (রোগ নির্ণয়ের জন্য রাসায়নিক উপাদান) ব্যবহার এবং ফার্মেসিতে ওষুধ প্রশাসনের অনুমোদনহীন ওষুধ রাখায় এ্যাপোলো হাসপাতাল ও ফার্মেসিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।
×