ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৯০ জনের স্বাক্ষর করা খোলা চিঠি

কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধের আহ্বান ব্রিটিশ অভিনেত্রীদের

প্রকাশিত: ০৪:২২, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধের  আহ্বান ব্রিটিশ অভিনেত্রীদের

ব্রিটিশ সিনেমা, টেলিভিশন ও মঞ্চ অভিনেত্রীরা এক খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। এতে তারা সব শিল্প প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন। প্রায় দুই শ’ অভিনেত্রীর স্বাক্ষর করা চিঠিটি দ্য অবজারভারে প্রকাশিত হয়েছে। খবর বিবিসির। স্বাক্ষর করা অভিনেত্রীদের মধ্যে এমা থমসন, কাইরা নাইটলি ও এমা ওয়াটসন রয়েছেন। এর পাশাপাশি এমা ওয়াটসন দশ লাখ পাউন্ড দান করেছেন যারা নারীদের জন্য কাজ করেন তাদেরকে, যেন তারা কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার নারীদের সহায়তা করতে পারেন। লন্ডনে রবিবার রাতে বাফটা এ্যাওয়ার্ড অনুষ্ঠানে আগত নারীরা জানান, কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার নারীদের প্রতি সমবেদনা জানিয়ে জমকালো অনুষ্ঠানটিতে তারা কালো পোশাক পরেছেন। এই পদক্ষেপটি নেয়া হয়েছে হলিউড ভিত্তিক টাইমস আপ অন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে। হলিউড সিনেমার প্রযোজক হার্ভে ওয়েনস্টিনের বিরুদ্ধে স্বনামধন্য অভিনেত্রীরা যৌন হয়রানির অভিযোগ আনার পর টাইমস আপ প্রতিবাদটি শুরু হয়। এমা ওয়াটসন ব্রিটিশ জাস্টিস এ্যান্ড ইকুয়ালিটি ফান্ডে অর্থ সহায়তাকারী প্রথম সারির ব্যক্তিদের অন্যতম। এই প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে তাদের প্রচারাভিযান শুরু করেছে। তারা অর্থের বিনিময়ে নতুন পরামর্শদাতা নেটওয়ার্ক গড়ে তুলছে। খোলা চিঠিতে ১৯০ জন নারী স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে তারা একটি ফান্ড গড়ে তুলেছেন। যাতে ১৬০ জনের একটি দলও রয়েছেন। দলে শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী ও দাতব্য কর্মী আছেন। এই ফান্ডের মাধ্যমে যৌন হয়রানির শিকার নারীদের সার্বিক সহায়তা ও ন্যায়বিচারের ব্যবস্থা করবেন। কাইরা নাইটলি ও টম হিডেলস্টোন ফান্ডটিতে প্রত্যেকে দশ হাজার পাউন্ড করে দান করেছেন। খোলা চিঠিতে বলা হয়, বাফটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চস্থ হচ্ছে এমন একটি সময় যাতে এই আন্দোলনের সঙ্গে সংহতি ও ঐক্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। এই আন্দোলন পারস্পরিক সহযোগিতার সঙ্গে জাতি, শ্রেণী, সম্প্রদায়, সক্ষমতা ও কর্মের পরিবেশের মধ্যে ক্ষমতার ভারসাম্যহীনতা নিয়ে কথা বলবে। চিঠিতে অপর স্বাক্ষরকারীরা হলেন, জিমা আর্টারটন, ক্যারি মুলিগান, সোফি ওকোনিডো, ফ্লোরেন্স পুয়াহ, গুগু এমবাথা রো, সাইওরসি রোনান, এ্যান্ড্রেয়া রাইজবোরোহ, জিমা চ্যাং, নোমা দুমেজওয়েনি, নাওমি হ্যারিস। চিঠিতে বলা হয়েছে, খুব নিকট অতীতে আমরা এমন একটি বিশ্বে বসবাস করতাম যেখানে যৌন হয়রানি একটি অস্বস্তিকর বিষয় ছিল। যেসব মেয়ে বা নারীর সঙ্গে এসব ঘটত তারা অনিবার্যভাবে এই বেমানান ঘটনাটি নিয়ে কথা বলতে বিব্রত বোধ করত। তারা বিষয়টি নিয়ে কারও সঙ্গে কোন কথা বলত না। একা নিজেদেরকেই দোষ দিত। ২০১৮ সালে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব পরিবর্তনের জন্য জেগে উঠেছে। যদি আমরা এই মুহূর্তে সত্যিকারভাবে বিব্রত হই তাহলে আমরা আমাদের পথকে আরও কঠিন করে তুলব। বাফটা অনুষ্ঠানে কালো পোশাক পরার সিদ্ধান্তটি এ বছরের শুরুতে হলিউডের গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড অনুষ্ঠানের সমর্থনে বিক্ষোভের প্রতীক হিসেবে অনুসরণ করা হচ্ছে। ব্রিটেনের অনেক জনপ্রিয় চিত্রতারকা বাফটার জমকালো অনুষ্ঠানে যোগ দিয়েছেন । যারা মানবাধিকারকর্মী হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেছেন সেসব তারকারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যাদের মধ্যে লরা বেটস অন্যতম। লরা এভরিডে সেক্সিজম প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি এজন্য পদকও জিতেছেন।
×