ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে সাড়ে ৭ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার

প্রকাশিত: ০৪:৪০, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

টঙ্গীতে সাড়ে ৭ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৬ ফেব্রুয়ারি ॥ টঙ্গী রেলওয়ে জংশনের কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় লাইনচ্যুত হওয়া যাত্রীবাহী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের দুটি বগি রাত আড়াইটার দিকে উদ্ধার করার সাড়ে ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। ট্রেন লাইনচ্যুতির ঘটনার পর বিকল্প ব্যবস্থায় রেল কর্তৃপক্ষ পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল অব্যাহত রাখে। বৃহস্পতিবার ৭টার দিকে টঙ্গী জংশনের নতুন বাজার এলাকা অতিক্রম করার সময় ট্রেনটি দুর্ঘটনায় পতিত হয়। তবে এতে কোন যাত্রী হতাহত হয়নি। যাত্রীবাহী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের পেছনের দুটি বগি ফিশপ্লেট থেকে লাইনচ্যুত হয়েছিল। রাত ১০টার দিকে দুটি বগি রেখে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় চলে আসে। ট্রেনটি দিনাজপুর থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে আসছিল। টঙ্গী জংশন পুলিশ ফঁাড়ির এএসআই দেলোয়ার হোসেন জানান, টঙ্গী রেলওয়ে স্টেশনটি জংশন রেলওয়ে স্টেশন হওয়ার কারণে দুর্ঘটনার পর থেকে অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা করা হয়েছিল। ফলে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়নি।
×