ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

টুকরো খবর

চট্টগ্রামে বইমেলা শুরু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর মুসলিম ইনস্টিটিউট চত্বরে শুরু হয়েছে ১১ দিনব্যাপী বইমেলা। বিকেলে মেলা উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। মেলায় অংশ নিচ্ছে দেশের প্রকাশনা সংস্থাগুলো। জানা গেছে, ১১ দিনের এই বইমেলার প্রতিদিনই বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মঞ্চে থাকবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা সভা, স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্ট শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান, শিশু-কিশোরদের নৃত্যানুষ্ঠান, লোকসঙ্গীত, নাটক, কবিগান, আবৃত্তিসহ নানা উপস্থাপনা। থাকছে বিতর্ক, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধবিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং স্বাধীনতা আন্দোলন শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ‘ইতিহাস কথা কয়।’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দিন মহান একুশ এবং স্বাধীনতার চেতনায় একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে চসিকের পতাকা উত্তোলন করেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুদ্দোহা। গোপালগঞ্জে ভূমি নিবন্ধন বন্ধ নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি ॥ গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ভূমি নিবন্ধন। জেলা রেজিস্ট্রার গাজী আবু হানিফ কর্তৃক নতুন করে দলিল-লেখকদের লাইসেন্স প্রদানকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে জেলার ৫ থানার দলিল-লেখকরা জেলা ও সদর থানা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করে তারা সব ধরনের দালিলিক কার্যক্রম বন্ধ করে দেয়। তাদের অভিযোগ, আদালতে মামলা নিষ্পত্তির আগ-পর্যন্ত এ ধরনের সনদ প্রদান অবৈধ এবং আদালত অবমাননার শামিল। সড়কে দুধ ঢেলে খামারিদের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৫ ফেব্রুয়ারি ॥ সমবায় মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের (মিল্কভিটা) লক্ষ্যমাত্রা অনুযায়ী দুধের কাক্সিক্ষত গুণগতমান ও পরিমাণে সংগ্রহ না হওয়ার অজুহাতে নলডাঙ্গার বাসুদেবপুরে অবস্থিত দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে দুধ ক্রয় বন্ধ করে দিয়েছে উর্র্ধতন কর্তৃপক্ষ। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রটির সামনে দুধ ঢেলে কেন্দ্র থেকে সকল সুযোগ-সুবিধা নিশ্চিতসহ কেন্দ্রটি বন্ধের প্রতিবাদে ও দ্রুত চালুর দাবি জানিয়েছে খামারীরা। এদিকে কেন্দ্রটিতে হঠাৎ করে দুধ ক্রয় বন্ধ হয়ে যাওয়ায় এই কেন্দ্র দুধ সরবরাহকারী ১৩টি সমিতির প্রায় পাঁচ শতাধিক খামারী দুধ সরবারহ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। তবে খামারীদের সঙ্গে মতবিনিময় করে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রটি চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সেকেন্দার আলী । তিন সন্ত্রাসী জেল হাজতে নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৫ ফেব্রুয়ারি ॥ ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন পরিষদে হামলা করে ব্যাপক ভাংচুর ও লুটপাটকারী তিন সন্ত্রাসীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মীর মামুন কর্তৃক দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি এলাকার চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী সাইমন পালোয়ান, বাচ্চু পালোয়ান ও সজল মোল্লা বৃহস্পতিবার শরীয়তপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে। অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুরে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের পঞ্চিম দড়িচর গ্রামে। ওই গ্রামের এলাহী বকস এর স্ত্রী ৪ সন্তানের জননী শামছুন্নাহার (৫৮) রাত ৯টার দিকে ভাত রান্না করার সময় হঠাৎ তার শাড়িতে আগুন লেগে সম্পূর্ণ শরীর দগ্ধ হলে ঘটনাস্থলে সে মারা যায়। আওয়ামী লীগের সংঘর্ষে আহত ১৭ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৫ ফেব্রয়ারি ॥ নগরকান্দায় আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ থামাতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ আটজনকে আটক করেছে। এ সংঘর্ষের একটি পক্ষকে নেতৃত্ব দেন ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সোবহান মিয়া এবং অপর পক্ষকে নেতৃত্ব দেন নব্য আ.লীগার ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আব্দুল মান্নান। নির্মাণ হচ্ছে শজিমেক সংযোগ সড়ক স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শেষ পর্যন্ত দীর্ঘ ১৪ বছর পর বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে দ্রুত পৌঁছার সংযোগ সড়কের বাকি কাজ শুরু হচ্ছে। ২ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যরে এই সড়ক নির্মাণের প্রকল্প প্রস্তাব ইতোমধ্যে একনেক বৈঠকে অনুমোদিত হয়েছে। ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে ১শ’ ৫ কোটি টাকা। যার বেশিরভাগই ব্যয় হবে ভূমি অধিগ্রহণে। বাকি অর্থে নির্মিত হবে এই সড়ক। উল্লেখ্য, এর আগে ৮শ’ মিটার সড়ক নির্মিত হয়ে অর্থ জোগানের অভাবে কাজ বন্ধ থাকে। ঠাকুরগাঁওয়ে মাঠ দিবস নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৫ ফেব্রুয়ারি ॥ নতুন উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও পরিবর্তনশীল আবহাওয়া উপযোগী আলুর ১০টি জাতের উৎপাদন, কলাকৌশল এবং প্রদর্শনীর উপর এক মাঠ দিবস বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে। কৃষি গবেষণা ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর এর কারিগরি সহায়তায় এবং কৃষি সম্প্রসারণ অধিদফতর ও কৃষি গবেষণা উপ-কেন্দ্র ঠাকুরগাঁও এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের সহকারী কো-অর্ডিনেটর ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু এবং গেস্ট অফ অনার ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কে এম মাওদুদুল ইসলাম। জেলা কৃষি গবেষণা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ কে এম খোরশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুর এ আলম সিদ্দিকী মুক্তি।
×