ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দরিদ্র শিশুদের কল্যাণে ডিএসসিসি-ইউনিসেফ চুক্তি সই

প্রকাশিত: ০৪:১০, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

দরিদ্র শিশুদের কল্যাণে ডিএসসিসি-ইউনিসেফ চুক্তি সই

স্টাফ রিপোর্টার ॥ শহুরে দরিদ্র কমিউনিটির শিশুদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত ও সেবা প্রদানের ঘাটতি কমিয়ে আনতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও ইউনিসেফ বাংলাদেশ বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক ও যৌথ কর্মপরিকল্পনা সই করেছে। দরিদ্র শিশুদের মৌলিক সেবার মান উন্নত করার লক্ষ্যেই এই সমঝোতা স্মারক ও কর্মপরিকল্পনা সই হয়। এই উদ্যোগের আওতায় শহুরে দরিদ্র কমিউনিটিতে বসবাসরত ১ থেকে ১৮ বছর বয়সী ১ লাখ শিশু ও তাদের পরিবারের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, শিশু সুরক্ষা, পানি ও স্যানিটেশনের মতো মৌলিক সেবার পরিধি বাড়ানো হবে। চুক্তি সই অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডুয়ার্ড বেগবেদার বলেন, ‘শহুরে শিশুদের জীবনে টেকসই পরিবর্তন আনার জন্য শহরের উন্নয়ন ও সেবা সম্প্রসারণে ইউনিসেফ ইতোমধ্যে বাংলাদেশ সরকারকে সহায়তা প্রদান করে।’ তিনি বলেন, ‘উন্নয়ন বঞ্চিত ৩ লাখ শহুরে শিশুকে লক্ষ্য করে এই প্রকল্পগুলো ইতোমধ্যে পাঁচ সিটি কর্পোরেশন-ঢাকা উত্তর, গাজীপুর, বরিশাল, সিলেট ও ??খুলনার দরিদ্র কমিউনিটিতে পরীক্ষামূলকভাবে পরিচালিত হয়েছে। ষষ্ঠ সিটি কর্পোরেশন হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে এই অংশীদারিত্ব গড়ে তোলা হলো।’ এই অংশীদারিত্বের প্রাথমিক পর্যায়ে ডিএসসিসির জোন-৪ শহুরে দরিদ্র কমিউনিটির জন্য পরীক্ষামূলকভাবে সামাজিক সেবাসমূহের প্যাকেজ চালু ও বাস্তবায়নের কৌশল ঠিক করবে। এটা মৌলিক সেবা প্রাপ্তির সুযোগ বাড়ানোর মাধ্যমে শিশু ও তাদের পরিবারের অধিকারের বিষয়টি অনুধাবনে সিটি কর্পোরেশনগুলোর জন্য টেকসই একটি মডেল গড়ে তুলবে। বৈশ্বিকভাবে শহরে বসবাসরত জনসংখ্যার অনুপাত বাড়ছে এবং এই হার বাংলাদেশে অনেক বেশি। ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট বা বিশ্ব জনসংখ্যা সম্ভাবনা (২০১৪) অনুযায়ী, ২০৩০ সালে ঢাকা হবে বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম মেগাসিটি এবং বাংলাদেশে শহরে বসবাস করা জনসংখ্যা যা বর্তমানে ৫ কোটি ৩০ লাখ, তা বেড়ে ২০৫০ সালে ১১ কোটি ২০ লাখে পৌঁছবে। মৌলিক সেবাপ্রাপ্তির সুযোগবিহীন শহুরে দরিদ্র জনগোষ্ঠীর ক্রমবর্ধমান সংখ্যাই কৌশলগতভাবে শহুরে কর্মসূচীতে সম্পৃক্ত হতে ইউনিসেফকে বাধ্য করেছে। ইউনিসেফ তার শহর উন্নয়নের দীর্ঘ অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সামাজিকভাবে অংশগ্রহণমূলক একটি শহর উন্নয়ন কৌশল গড়ে তুলতে কার্যকরভাবে অবদান রাখছে। নির্বাচিত দরিদ্র জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত ১০ লাখ শিশুকে সুবিধা প্রদানে ২০২০ সালের মধ্যে অন্য পাঁচ সিটি কর্পোরেশনেও পরীক্ষামূলকভাবে পরিচালিত এই কর্মসূচী সম্প্রসারণ করে মোট ১১টি সিটি কর্পোরেশনকে এই কর্মসূচীর আওতায় নিয়ে আসা হবে। সরকার যাতে এই কর্মসূচীকে আরও জোরদার করতে পারে সেজন্য সেবা প্রদানের মডেলও সহজলভ্য করা হবে। রাজধানীতে ডিএসসিসি কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খান মোহাম্মদ বিলাল ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডুয়ার্ড বেগবেদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক ও বার্ষিক কর্মপরিকল্পনায় সই করেন।
×