ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশাল থেকে ছয় রুটে সরাসরি বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ০৩:৫০, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

বরিশাল থেকে ছয় রুটে সরাসরি বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঝালকাঠি ও বরিশাল মিনিবাস মালিক সমিতির দ্বন্দ্বে বৃহস্পতিবার সকাল থেকে ফের বরিশাল থেকে ছয় রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে ঝালকাঠি বাস মালিক সমিতি পূর্বের ন্যায় তাদের আওতাধীন রায়পুরা থেকে বাস চালনা করছেন ওইসব রুটে। এতে করে যাত্রীদের বরিশাল নগরীর রুপাতলী থেকে বিকল্প পরিবহনে তিন কিলোমিটার দূরে গিয়ে গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, দীর্ঘদিন থেকে ওই ছয় রুটে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও বাগেরহাট সমিতির বাস সমন্বয় করে চলাচল করলেও বরিশাল-কুয়াকাটা রুটে ঝালকাঠি সমিতির কোন বাস চলতে দেয়া হচ্ছেনা। কিন্তু বরিশাল-কুয়াকাটা রুটে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার আট কিলোমিটার সড়ক রয়েছে। তিনি বলেন, ওই আট কিলোমিটার সড়ক বরিশাল ও পটুয়াখালী মালিক সমিতি ব্যবহার করলেও ঝালকাঠি মালিক সমিতির কোন বাস চলতে দেয়া হয়না। তাই ন্যায্য হিস্যার দাবিতে আল্টিমেটাম অনুযায়ী তারা গত বছরের ১৮ ডিসেম্বর প্রথম রুপাতলী বাসস্ট্যান্ড থেকে বাস চালনা বন্ধ করে দেন। এতে করে বরিশালের কোন বাস ঝালকাঠি কিংবা ঝালকাঠি হয়ে অন্য কোথাও যেতে পারেনি। পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০ ডিসেম্বর বিকেল থেকেই বরিশাল থেকে বাস চলাচল স্বাভাবিক হয়। এরপর ২ জানুয়ারি হিস্যার বিষয় নিয়ে একটি সভায় রুপাতলীর বাস-মিনিবাস মালিক সমিতির কেউ না আসলে ৩ জানুয়ারি থেকে আবার বরিশাল থেকে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয়া হয় এবং পূর্বের নিয়মানুযায়ী রায়পুরা থেকে বাস চালনা করে। তিনি আরও বলেন, এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে ২৪ জানুয়ারি থেকে প্রশাসনের আশ্বাসে আবারও বাস চলাচল স্বাভাবিক করা হয়। কিন্তু প্রধানমন্ত্রীর সফরের পর কয়েকদিন পার হয়ে গেলেও বিষয়টি নিয়ে কোন সমাধান না হওয়ায় বৃহস্পতিবার থেকে আবারও বরিশাল থেকে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে বরিশালের কোন বাস ঝালকাঠি কিংবা ঝালকাঠি হয়ে অন্য কোথাও যেতে পারছেনা। তবে ঝালকাঠির রায়পুরা নামক স্থান থেকে যাত্রীদের ঝালকাঠি শহর, পিরোজপুর, মঠবাড়িয়া, ভা-ারিয়া, বাগেরহাট ও খুলনা রুটে পৌঁছে দেয়া হচ্ছে। বরিশাল নগর থেকে যাত্রীরা সেখানে বিভিন্ন মাধ্যমে আসছে। আন্দোলনের কারণে শুধু বরিশাল মালিক সমিতির গাড়ি ঝালকাঠিতে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা।
×