ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লঙ্কাবাংলা ফাইন্যান্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৬:২৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

লঙ্কাবাংলা ফাইন্যান্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

২০১৭ সালের জন্য শেয়ারহোল্ডারদের ৭.৫০ শতাংশ নগদ ও ৭.৫০ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডের (এলবিএফএল) পরিচালনা পর্ষদ। ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির সম্মিলিত কর পরবর্তী মুনাফা ১৪২ শতাংশ বেড়ে হয়েছে ১৯২.৬৩ কোটি টাকা, যা আগের বছর ছিল ৭৯.৫৬ কোটি টাকা। বিগত বছরের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৫০ টাকার বিপরীতে এ বছর সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫.৯৭ টাকা। মঙ্গলবার পরিচালনা পর্ষদের ১০৯তম সভায় এ তথ্য জানানো হয়। -বিজ্ঞপ্তি ভারতে গুগলকে জরিমানা অর্থনৈতিক রিপোর্টার ॥ অনলাইন সার্চ ইঞ্জিন গুগলকে দুই কোটি ১২ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে ভারতের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা। সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে ১৯০ পৃষ্ঠার অভিযোগপত্র তৈরি করেছে ভারতের প্রতিযোগিতা কমিশন। এতে বলা হয়েছে, ইন্টারনেটের জনপ্রিয়তা ও শক্ত অবস্থানের অপব্যবহার করেছে গুগল।
×