ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে শেষ হলো কারুশিল্প মেলা

প্রকাশিত: ০৩:৫৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

সোনারগাঁয়ে শেষ হলো কারুশিল্প মেলা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব-২০১৮ বুধবার শেষ হয়েছে। মেলার শেষ দিনে বিশ্ব ভালবাসা দিবস থাকায় ফাউন্ডেশন অঙ্গণে তরুণ-তরুণীসহ নানা পেশার মানুষের ঢল নামে। ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান শুরু হয়। এ উপলক্ষে সোনারতরী লোকজ মঞ্চে শিল্পী ছোট খালেক দেওয়ান, আসাদ বাবু, রুমা গোপ, আঁখি আলম, কাকলি সরকার, আইনাল হক বাউল ও তার দল এবং লালন পাঠশালার ছোট্ট সোনামণিগণ লোকসংগীত পরিবেশন করেন। গত ১৪ জানুয়ারি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হয়েছিল। জানা যায়, দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে লোকজ উৎসব উপলক্ষে ‘বাংলাদেশের অটিজম শিশুদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য’, ‘বাংলাদেশের যাত্রাগানে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধ’ু, ‘কারুশিল্পের ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’, ‘বাংলাদেশের বাউল: সাধনা ও গানের ঐতিহ্য পরম্পরা’, ‘বাঙালীর লোককাজে নৌকা’ ও ‘সোনারগাঁয়ের লোকঐতিহ্য’ শীর্ষক ৬টি সেমিনার উপস্থাপিত হয়। লোকজ উৎসব উপলক্ষে গ্রাম-বাংলার কারুশিল্পজাত পণ্যসামগ্রী বিক্রয়ের জন্য মেলা প্রাঙ্গণে ১৮০টি স্টল ছিল। মেলার বিশেষ আকর্ষণে বাংলাদেশের ৬০জন কারুশিল্পীর কর্মপরিবেশ ৩০টি স্টল।
×