ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট নিয়ে ব্যস্ত, অভ্যন্তরীণ ইস্যুতে সময় দিচ্ছেন না

পার্টি দাতাদের বিদ্রোহের মুখোমুখি টেরেসা মে

প্রকাশিত: ০৩:৫০, ১২ ফেব্রুয়ারি ২০১৮

পার্টি দাতাদের বিদ্রোহের মুখোমুখি টেরেসা মে

ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির দাতাদের কাছ থেকে বিদ্রোহের মুখোমুখি হতে পারেন। পার্টির একজন সিনিয়র দাতা তাকে এ বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে না পারলে নির্বাচনে দলের অবস্থা খুবই খারাপ হবে। গার্ডিয়ান। দলীয় চাপের কারণে মে ব্রেক্সিট নিয়েই বেশি ব্যস্ত থাকছেন। এ কারণে তিনি অভ্যন্তরীণ ইস্যুগুলোতে বেশি সময় দিতে পারছেন না। নিউকাসল ইউনাইটেডের সাবেক স্বত্বাধিকারী জন হল অবজারভার পত্রিকাকে বলেছেন, ‘প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে হলে মে’কে এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই হবে। উত্তর-পূর্বাঞ্চলীয় ইংল্যান্ডের এই ব্যবসায়ী ২০০৭ সাল থেকে টোরি পার্টিকে ৫ লাখ পাউন্ডের বেশি দিয়ে এসেছেন। মে’র ডাকা আগাম নির্বাচনের আগেও তিনি দলকে সহায়তা করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী দেশকে কোথায় নিয়ে যেতে চান সেটি তাকে স্পষ্ট করে বলতে হবে। এটি প্রকাশ করার মধ্যে যদি তার ক্ষমতা হারানোর আশঙ্কাও থাকে তবু ঝুঁকি নিয়ে তাকে এ কাজ করতে হবে। তিনি স্বেচ্ছায় একটি ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছেন। এখন তাকে সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিতেই হবে। আপনি যদি আমাকে ভোটে হারিয়ে দিতে চান তবে আমাকে ভোটে হারিয়ে দিন। হল বলেন, ‘আমরা এখন আগের চেয়ে শক্তিশালী হয়েছি। আমাদের কিছু একটা করার সময় এসেছে। অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রধানমন্ত্রী কিছুই করছেন না। তাকে এখন সবার কাছে প্রমাণ করতে হবে যে তিনি এমন একজন নেতা যার টিকে থাকার সামর্থ্য রয়েছে। এটি প্রমাণ করার সময় এখনই।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি এখন নেতা বদলাতে চাই তবে তার জন্য আমাদের একটি বিপজ্জনক পথে যেতে হবে, সেটি হলো নির্বাচন। নির্বাচনে গেলে আমাদের ব্যাপক পরাজয়ের আশঙ্কা রয়েছে। হয় একজন নতুন নেতা আসতে হবে অথবা তাকে খুব দৃঢ়তার সঙ্গে নিজের নেতৃত্ব তুলে ধরতে হবে।’ টোরি দলের অন্য দাতাদের সঙ্গে কথা বলে অবজারভার জানতে পেরেছে মে’কে নিয়ে তারা খুবই হতাশ। বিশেষ করে যারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থেকে যাওয়ার পক্ষপাতী তারা ব্রেক্সিট ইস্যুতে আলোচনার ক্ষেত্রে সরকারের ভূমিকায় সন্তুষ্ট নয়। দলের আরেকজন শীর্ষ নেতা একে প্রিমিয়ার লীগ খেলার সঙ্গে তুলনা করে বলেছেন এতে সরকার ভাল কিছু করে দেখাতে পারেনি। ব্রেক্সিট ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরে আগামী ৩ সপ্তাহের মধ্যে মে’র একটি নীতি নির্ধারণীমূলক ভাষণ দেয়ার কথা রয়েছে।
×