ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সব ক্ষেত্রেই নারী এখন অগ্রগামী ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৪:২৭, ১১ ফেব্রুয়ারি ২০১৮

সব ক্ষেত্রেই নারী এখন অগ্রগামী ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদদাতা, দোহার, নবাবগঞ্জ, ১০ ফেব্রুয়ারি ॥ নারী স্বাবলম্বী হলে দেশ এগিয়ে যাবে, নারীর জীবনযাত্রা এখন ঘর পর্যন্ত সীমাবদ্ধ নেই। সব ক্ষেত্রেই নারী এখন অগ্রগামী । ঢাকার দোহার উপজেলার পদ্মা কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার প্রতিষ্ঠানটির রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন। তিনি বলেন, এখন থেকে রাজনৈতিক ব্যক্তিদের ছবি নয় মাদক বিক্রেতাদের ছবি বড় বড় বিলবোর্ডে টানানো হবে। বর্তমান সরকার দেশের মাদক ও জঙ্গীবাদকে কঠোরহস্তে নিমূল করছে। তার প্রমাণ আপনারা হোলি আর্টিজেন, শোলাকিয়াসহ দেশের বিভিন্ন জেলার কয়টি ঘটনায় দেখতে পেয়েছেন। আমরা এ ব্যাপারে জিরো টলারেন্স ভূমিকা নিয়ে কাজ করে যাচ্ছি। কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বরদাশত করা হবে না। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাল্যবিবাহ থেকে বিরত থেকে প্রাপ্ত বয়স হলে মানুষের মতো মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বিবাহের কথা চিন্তা করবে। তোমরা আগামী দিনের ভবিষ্যত। তোমাদের সব কিছু মনে রাখতে হবে। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি পদ্মা কলেজ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল(অব) অধ্যাপক ডাঃ এআর খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আহ্বায়ক রজতজয়ন্তী উদ্যাপন কমিটির বীর মুক্তিযোদ্ধা ড. খান মোঃ আব্দুল মান্নান। জামালপুরের পাঁচ দোকান পুড়ে ছাই নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১০ ফেব্রুয়ারি ॥ সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের বারুয়ামারী বাজারে অগ্নিকা-ে পাঁচ দোকান পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার রাতে রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বারুয়ামারী বাজারের সেলিমের কাপড়ের দোকান আমির হোসেন বস্ত্রালয়ে রাত নয়টার দিকে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে একে একে পাঁচটি দোকান ঘর পুড়ে ছাই হয়।
×