ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের যাত্রা শুরু

প্রকাশিত: ০৪:১৭, ১১ ফেব্রুয়ারি ২০১৮

চট্টগ্রামে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের যাত্রা শুরু

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে যাত্রা শুরু করেছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল)। শুক্রবার আগ্রাবাদে অবস্থিত প্রতিষ্ঠানটির স্থানীয় কার্যালয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা। পরে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন কর্মকর্তারা। এ সময় প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাদের খান, পিবিআইএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তবারক হোসেন ভূঁইয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি এ্যাডভেন্ট ফার্মার আইপিও আবেদন শুরু এ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেয়া শুরু হবে আজ রবিবার থেকে । চলবে ১৯ ফেব্রুয়ারি, সোমবার পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ২ জানুয়ারি মঙ্গলবার বিএসইসির ৬২২তম কমিশন সভায় এ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের আইপিও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৪৫ পয়সা। এছাড়া, বিগত চার বছরের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে ৯১ পয়সা। কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মাণ এবং আইপিওর খরচ বাবদ এ টাকা ব্যয় করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×