ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তালয় নাট্যাঙ্গনের নতুন প্রযোজনা ‘মুক্তি’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৬:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০১৮

মুক্তালয় নাট্যাঙ্গনের নতুন প্রযোজনা ‘মুক্তি’ মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত পথ নাট্যোৎসবে সোমবার বিকেলে মুক্তালয় নাট্যাঙ্গনের নতুন প্রযোজনা ‘মুক্তি’র পথ নাটকের প্রথম মঞ্চায়ন হয়। ‘মুক্তি’ রচনা ও নির্দেশনায় ছিলেন অভিনেতা, নাট্যকার ও নাট্য পরিচালক আমিনুল হক আমীন। ব্যতিক্রমী এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাধুরী খন্দকার, আমিনুল হক আমীন, রীনা রহমান, রুহুল আমীন হাওলাদার, শেফালী কুসুম, ফারহান মৃধা, সাকিলা মিতু, রাসেল, এস আর সুমন ও আবীর আল নোমান। মুক্তালয় নাট্যাঙ্গনের ‘মুক্তি’ নাটকটি মরণ নেশা ইয়াবা থেকে মুক্তি বিষয়ক কমেডি ধাচের নাটক। নাটকের কাহিনীতে দেখা যায় পুরান ঢাকার ছেলে চন্দন। বাবা মায়ের আদরের সন্তান। হেলা ফেলা করে ইয়াবা ব্যবসায় ঢুকে যায়। প্রেমিকা লায়লার জন্য ইয়াবা বিক্রির টাকা দিয়ে দামী দামী উপহার কিনে দেয়। বাবা জানতে পারে ঘটনা। পরে প্রেমিকা এবং মাও জানতে পারে। মাদক নিয়ন্ত্রণ অফিসার আটক করে চন্দনকে। কিন্তু সঙ্গে পায়নি কিছুই। বেঁচে যায় চন্দন। সাবধান করে দেয় অফিসার। যে কোন মূল্যে দেশটাকে এই মরণ নেশা মাদক মুক্ত করবেই। বাবা-মা-প্রেমিকা সকলে চন্দনকে এই নেশা মুক্ত করার দায়িত্ব নেয়। চন্দনও বুঝতে পেরে মুক্তি পেতে চায়। বাবা-মা- অভিভাবক সবাই সতর্ক হতে হবে। তবেই এই মরণ নেশা ইয়াবা থেকে মুক্তি পাওয়া যাবে।
×