ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় করমেলা

প্রকাশিত: ০৬:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০১৮

নেত্রকোনায় করমেলা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৫ ফেব্রুয়ারি ॥ সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদ ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে সোমবার ঠাকুরাকোনা ইউনিয়নে কর ও সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও হেলভেটাস ইন্টার কো-অপারেশন জার্মানীর সহযোগিতায় স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আরিফুল ইসলাম। ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলার ইউএনও সাবিহা সুলতানা তামেরী এসকাজিয়া, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া প্রমুখ। ফ্রি মেডিক্যাল ক্যাম্প স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে নীলফামারী সদরের গোড়গ্রাম ও ইটাখোলা ইউনিয়নে। রবিবার ও সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোজিঅর্ডার এ্যা- অটিজমের প্রকল্প পরিচালক অধ্যাপক শাহীন আখতারের নেতৃত্বে দুই ইউনিয়নে দুই হাজার ২০০ রোগীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। মেডিক্যাল টিমের অন্যান্য সদস্যরা হলেন, ডাঃ বিকাশ ডাঃ ধিমান, ডাঃ সুমন এবং ডাঃ তাবাসুম। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা দেওয়ান কামাল আহমেদ, মমতাজুল হক, হাফিজুর রশিদ, আবুজার রহমান, মসফিকুর রহমান, মনিরুল হাসান শাহ, মাসুদ সরকার প্রমুখ।
×