ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৫৪, ৬ ফেব্রুয়ারি ২০১৮

টুকরো খবর

ক্ষতিগ্রস্ত ভূমিহীনদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর হাউজিং এস্টেটের ক্ষতিগ্রস্ত ও ভোগদখলে থাকা ভূমিহীন পরিবারগুলোকে প্লট স্থায়ীভাবে বরাদ্দ দেয়ার দাবিতে সোমবার সকালে মানববন্ধন করেছে। দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন কর্মসূচী শেষে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। প্রায় ৩ শতাধিক এলাকাবাসীর অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচী চলাকালে বলা হয়, সরকার হাউজিং এস্টেটের জায়গা অধিগ্রহণ করার সময় বলেছিল, ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার ভিত্তিতে প্লট বরাদ্দ দেয়া হবে। বর্তমানে হাউজিং কর্তৃপক্ষ প্লটগুলো বরাদ্দ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রদান করেছে। জমি নিয়ে সংঘর্ষ ॥ আহত ২৪ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় বন্ধকী জমিতে হালচাষের ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের ২৪ জন নারী, পুরুষ ও শিশু আহত হয়েছে। আহত দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় লালমনিরহাট সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে দাসিয়ারছড়ার কামালপুর ও হাবিবপুর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা জানান, কামালপুর গ্রামের শাহজান আলী হাবিবপুর গ্রামের মিজানুরের কাছে ১ বিঘা জমি বন্ধক রাখে। পরবর্তীতে দু’পক্ষের মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। রবিবার বিকেলে জমিতে সেচ দেয়ার সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। আহতদের ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নজরুল ইসলাম ও কালু গাজীর অবস্থা গুরুতর। তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণে দম্পতি দগ্ধ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছেন। রবিবার রাতে শহরের সুলতানপুর ঝিলপাড়ায় এ ঘটনা ঘটে। দগ্ধ আব্দুর রাজ্জাক ও তার স্ত্রীকে গুরুতর অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৫ ফেব্রুয়ারি ॥ সদর উপজেলার পারপুগী গ্রামে সোমবার পানিতে ডুবে আলমগীর হোসেন (২) নামে এক শিশু মারা গেছে। জানা যায়, সকালে বাড়ির লোকজনের অগোচরে দুলাল হোসেনের দুই বছর বয়সী শিশুসন্তান আলমগীর বাড়ির পাশে ডোবায় পড়ে ঘটনাস্থলে মারা যায়। পরে বাড়ির লোকজন চারপাশে খোঁজার পর ডোবা থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করে। অপহৃত ইমাম উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মসজিদ থেকে ইমামকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি একদিন পর সোমবার সকালে পুলিশ অপহৃত ইমামকে উদ্ধারসহ এক অপহরণকারীকে গ্রেফতার করেছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম স্কুল এ্যান্ড কলেজ মসজিদের। পুলিশ জানায়, উপজেলার মোল্লাপাড়া গ্রামের হারুন হাওলাদারের পুত্র ও বেলুহার নেছারিয়া মাদ্রাসার দ্বিতীয় বর্ষের ছাত্র হাফেজ ইমরান হোসেন একই উপজেলার ছয়গ্রাম স্কুল এ্যান্ড কলেজ মসজিদে ইমামতি করে আসছিলেন। শনিবার রাতে ইমাম ইমরানের নিখোঁজের ঘটনায় রবিবার সকালে তার পিতা হারুন হাওলাদার থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। উদ্ধারকৃত ইমাম ইমরান জানান, শনিবার রাত দেড়টার দিকে মসজিদের পাশের রুম থেকে তাকে ডেকে তোলেন মধ্য বয়সী অজ্ঞাতনামা দুই ব্যক্তি। এ সময় সে দরজা খোলার সঙ্গে সঙ্গে তার চোখ ও মুখ বেঁধে কিছু দূর গিয়ে পূর্ব থেকে অপেক্ষমাণ লোকজনের হাতে তাকে তুলে দেয়া হয়। বিএনপির ইউপি চেয়ারম্যান আটক নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৫ ফেব্রুয়ারি ॥ জেলার হাওড় অধ্যুষিত ইটনা সদর ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগকে ইয়াবাসহ আটক করা হয়েছে। রবিবার গভীর রাতে জেলা শহরের ঈশা রোডের আবাসিক হোটেল পার্কে অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে তাকে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন পুলিশ জানিয়েছেন, ইউপি চেয়ারম্যান সোহাগ ছাড়াও সেখান থেকে ইয়াবাসহ তার আরও দুই সঙ্গীয়কে আটক করা হয়েছে। আটকের সময় চেয়ারম্যানের কাছে সাত পিস ইয়াবা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছেন। তিনি আরও জানান, আটক চেয়ারম্যানকে সোমবার দুপুরে জেলা আদালতের পাঠানো হয়েছে। সাংবাদিকের ওপর হামলা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছেন সাংবাদিকরা। দুই সাংবাদিকের ওপর হামলাকারী আসামিদের অবিলম্বে গ্রেফতার দাবিতে সোমবার দুপুরে এই অবস্থান কর্মসূচী পালিত হয়। পরে এসপি আনিসুর রহমানের কাছে স্মারকলিপি দেন সাংবাদিক নেতৃবৃন্দ। সোমবার দুপুর ১২টার দিকে প্রেসক্লাব যশোর থেকে বিক্ষোভ মিছিল করতে করতে পুলিশ সুপার কার্যালয় চত্বরে যান জেলায় কর্মরত সাংবাদিকরা। সেখানে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেন তারা। এ সময় আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালনে গিয়ে গত ২৪ জানুয়ারি বেনাপোলে সন্ত্রাসী হামলার শিকার হন ইনডিপেনডেন্ট টিভির যশোর জেলা প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাপার্সন শরীফ হোসেন।
×