ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

শেরপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৫২, ৬ ফেব্রুয়ারি ২০১৮

শেরপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৫ ফেব্রুয়ারি ॥ নকলায় এক কিশোরী ধর্ষণের দায়ে রবিউল ইসলাম নামে এক যুবকের যাবজ্জীবন কারাদ- ও ৫০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দেয়া হয়েছে। সোমবার বিকেলে দ-িত রবিউলের অনুপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন শিশু আদালতের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোসলেহ উদ্দিন। রবিউল নকলা উপজেলার কৈয়াকুড়ি কান্দাপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ জুলাই সন্ধ্যায় স্থানীয় লম্পট রবিউল ইসলাম ধর্ষণ করে। দাউদকান্দিতে ৩৫ লাখ টাকার মাল চুরি নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ৫ ফেব্রুয়ারি ॥ উপজেলার পৌর বাজারের আবিদা হাকিম টাওয়ারে রবিবার রাতে চুরির ঘটনা ঘটেছে। ওই ভবনের ২য় তলায় রবি ডিস্ট্রিবিউটর ও আব্দুল লতিফ এ্যান্ড সন্স কোম্পানির অফিসে গেটের তালা ভেঙ্গে লকারে থাকা ১০ লাখ টাকাসহ মোট ৩৫ লাখ টাকার মোবাইল কার্ড ও সিসি ক্যামেরার হার্ডডিক্স খুলে নিয়ে যায়। এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানের পরিচালক পিটার চৌধুরী বলেন, সকালে আমার স্টাফ অফিস খুলে দেখতে পায় আসবাবপত্র এলোমেলো এবং লকারের তালা ভাঙ্গা। এরপর সে আমাকে ফোন করে। আমি এসে দেখি লকারে থাকা ১০ লাখ টাকা এবং প্রায় ২৫ লাখ টাকার মোবাইল কার্ড নেই। পরে দেখতে পাই পেছনের কলাপসিপল গেটের তালা কেটে এ চুরির ঘটনা ঘটিয়েছে। আমাদের অফিসটি সিসি ক্যামেরার আওতায় ছিল। ওরা সিসি ক্যামেরার হার্ডডিক্সটিও খুলে নিয়ে যায়।
×