ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঢাকায় ওআইসি পর্যটনমন্ত্রী সম্মেলন শুরু আজ

প্রকাশিত: ০৪:১৮, ৫ ফেব্রুয়ারি ২০১৮

 ঢাকায় ওআইসি পর্যটনমন্ত্রী সম্মেলন শুরু  আজ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় আজ শুরু হচ্ছে ওআইসিভুক্ত দেশগুলোর পর্যটনমন্ত্রীদের সম্মেলন। তিন দিনব্যাপী এই সম্মেলনে ওআইসি মহাসচিবসহ অন্তত ২৫টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এ সম্মেলনের সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক ও পর্যটনমন্ত্রী এম শাহজাহান কামাল। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ ওআইসিভুক্ত দেশগুলোকে নিয়ে ‘হালাল ট্যুরিজম’কে উৎসাহিত করার পদক্ষেপ নেয়া হয়েছে। রবিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রমোটিং রিজিওনাল ইন্টিগ্রেশন থ্র্রু ট্যুরিজম’ সেøাগান নিয়ে ওআইসি সদস্য দেশগুলোর পর্যটনমন্ত্রীদের ৫ থেকে ৭ ফেব্রুয়ারি ঢাকায় ইসলামিক কনফারেন্স অব ট্যুরিজম মিনিস্ট্রি (আইসিটিএম) সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন। ওআইসিভুক্ত দেশগুলোতে পর্যটন শিল্পের বিকাশ ও প্রসারে একটি অভিন্ন প্লাটফর্ম তৈরিতে ভূমিকা পালন করবে। সদস্যদেশগুলোর মধ্যে তথ্য বিনিময়, অভিজ্ঞতা শেয়ারিং ও সহযোগিতার মাধ্যমে পর্যটনের ক্ষেত্রে নতুন ভাবনা ও পদক্ষেপের সুযোগ সৃষ্টি হবে। এ সম্মেলনের লক্ষ্য গণমাধ্যমে ইসলামী কৃষ্টি ও ঐতিহ্যের বিষয়ে দুনিয়াব্যাপী ব্যাপক প্রচার করা। মন্ত্রী বলেন, ওআইসির ৫৭টি সদস্য দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের অনুষ্ঠানে স্বাগত জানাতে এবং মুসলিম বিশ্বে নেতৃবৃন্দের সামনে আমাদের ইসলামিক ঐতিহ্য তুলে ধরতে আমরা প্রস্তুত। ওআইসি বুঝতে পেরেছে যে, ট্যুরিজম খাতে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশকে সদস্য দেশগুলো নিয়ে এ খাতে বিভিন্ন সম্মেলন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে তারা উৎসাহিত করছে। এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ট্যুরিস্ট বোর্ডের সিইও ড. নাসির উদ্দিন জানান, ১৩০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ৮৮টি ইসলামিক হেরিটেজ সংরক্ষণ করার প্রকল্প হাতে নেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে ওআইসি মহাসচিবসহ ২৫টি দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছে। তাদের বেশির ভাগই ঢাকায় পৌঁছেছেন।
×