ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অর্থপাচার তদন্তে প্রতিষ্ঠান নিয়োগ দিচ্ছে এনবিআর

প্রকাশিত: ০৩:৫৫, ৫ ফেব্রুয়ারি ২০১৮

অর্থপাচার তদন্তে প্রতিষ্ঠান নিয়োগ দিচ্ছে এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদেশে অর্থপাচারের তদন্ত করতে একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া। রবিবার বিকেলে এনবিআর সম্মেলন কক্ষে এনবিআর-বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশ থেকে অর্থপাচারের যে ফিগারের কথা বলা হয়েছে সুনির্দিষ্টভাবে তা অথেনটিক তা বলা যাবে না। পূর্বে যে অর্থপাচার হয়েছে তা নিয়ে দুর্নীতি দমন কমিশন কিছু কাজ করেছে, এখনও করছে। এনবিআর থেকে একটি এ্যাকাউন্টিং ফার্মকে তদন্ত করার কাজ দেয়ার জন্য চিন্তা ভাবনা করছি। যাতে করে যদি বাইরে অর্থপাচার হয়ে থাকে তারা যাতে সেসব তথ্য সংগ্রহ করতে পারে। ওই এ্যাকাউন্টিং ফার্মটি অর্থপাচার নিয়ে দেশের বাইরে কিছু কাজ করে। যদি সম্ভব হয় প্রতিষ্ঠানটিও তথ্য বের করবে। প্রতিষ্ঠানটির নাম প্রকাশ না করে চেয়ারম্যান বলেন, আমরা প্রতিষ্ঠানটির সঙ্গে সমঝোতা স্মারক সই করার পর নাম বলব। প্রতিষ্ঠানটি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। যেটি আমাদের দেশেও অর্থপাচার নিয়ে কিছু কাজ করে। তিনি আরও বলেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অর্থপাচার তদন্তের কাজ শুরু করেছে। তারা যখন পূর্ণাঙ্গরূপে কাজ করবে তখন তাদের সক্ষমতা বাড়বে। ইতোমধ্যে যদি কিছু অর্থপাচার হয়ে থাকে তারা তা অনুসন্ধান করবে, ভবিষ্যতে যাতে পাচার না হয় সে চেষ্টা জোরদার করা হবে। অনুষ্ঠানে বলা হয়, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন অপরাধ প্রতিরোধ ও এ বিষয়ক তদন্ত কার্যক্রম পরিচালনা দেশে বিদ্যমান ‘মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২’ ও ‘সন্ত্রাস বিরোধী আইন-২০০৯’ অনুসারে এর সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থার নিজ নিজ দায়িত্ব। এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সব সংস্থার একযোগে কাজ করা এবং পারস্পরিক তথ্য বিনিময়ের বিষয়টি এ সংক্রান্ত অপরাধ দমনের জন্য অতি জরুরী। এ লক্ষ্যকে সামনে রেখেই বিএফআইইউ এবং এনবিআর-এর মধ্যে সই হচ্ছে এ সমঝোতা স্মারক। এর আগে এনবিআর-বিএফআইইউ এর মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এনবিআরের সদস্য (বোর্ড প্রশাসন) এসএম আশফাক হুসেন এবং বিএফআইইউ এর নির্বাহী পরিচালক ও ডেপুটি মোঃ মিজানুর রহমান জোদ্দার সমঝোতা সই করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর ও বিএফআইইউ এর প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, এনবিআরের সদস্য, বিএফআইইউ ও এনবিআরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×