ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাহিত্য সম্মেলন

প্রকাশিত: ০৪:২৭, ৩ ফেব্রুয়ারি ২০১৮

 সাহিত্য সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২ ফেব্রুয়ারি ॥ শুক্রবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন। পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে এ সম্মিলনের আয়োজন করা হয়। শুক্রবার সকালে পাঠাগার মিলনায়তনে প্রদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে এ সম্মেলনের উদ্বোধন করেন লেখক, সাংবাদিক ও গবেষক দীপংকর গৌতম। তিনদিনব্যাপী এ সম্মেলনে কবিতা আবৃত্তি, বই থেকে পাঠ, কবি-সাহিত্যিকদের আড্ডাসহ থাকছে বিভিন্ন প্রতিযোগিতা। এ উপলক্ষে সকালে পাঠাগার থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পাঠাগারে গিয়ে শেষ হয়।
×