ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বিশ্বব্যাপী রুশ নাগরিকদের গ্রেফতার করছে যুুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৩:৫৮, ৩ ফেব্রুয়ারি ২০১৮

বিশ্বব্যাপী রুশ নাগরিকদের গ্রেফতার করছে যুুক্তরাষ্ট্র

রাশিয়া তার নাগরিকদের ওপর ভ্রমণ সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে সতর্ক করে জানান হয়েছে, রুশ নাগরিকরা যখন বিশ্বের কোন দেশ ভ্রমণে যাবে তখন ওয়াশিংটনের অনুরোধে অন্য দেশের দ্বারা গ্রেফতারের মতো গুরুতর হুমকিতে পড়তে পারেন। পরে তাদের যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে পারে। খবর ইয়াহু নিউজের। বিশ্বের অন্য কোন দেশ ভ্রমণে যাওয়ার আগে রুশ নাগরিকদের দ্বিতীয়বার ভাবার কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিশ্বব্যাপী রাশিয়ান নাগরিকদের গ্রেফতার করছে যুক্তরাষ্ট্র। ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্কের উন্নতিতে সহযোগিতার আশ্বাস থাকা সত্ত্বেও মার্কিন বিশেষ ব্যবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে রুশ নাগরিকদের গ্রেফতারের ঘটনা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে আমরা দৃঢ়ভাবে জোর দিয়ে বলছি যে, বিদেশে ভ্রমণের আগে রুশ নাগরিকরা সতর্কতার সঙ্গে সব ধরনের ঝুঁকি বিবেচনায় রাখবেন। ২০১৭ সালের শুরু থেকেই যুক্তরাষ্ট্র দশ জনেরও বেশি রুশ নাগরিককে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গ্রেফতার করেছে। উদাহরণস্বরূপ স্পেন, লাটভিয়া ও গ্রীসে চার রুশ নাগরিককে আটক করার প্রতি ইঙ্গিত করা হয়। এতে বলা হয়, সাইবার অপরাধের অভিযোগে রুশদের গ্রেফতার করা হচ্ছে। সাইবার অপরাধের অভিযোগে গত বছর সর্বোচ্চ সংখ্যক রাশিয়ানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র শুধু ২০১৭ সালেই সাত রুশকে গ্রেফতার করে। যা আগের ছয় বছরে গড়ে দুজন করে ছিল। মন্ত্রণালয় জানিয়েছে, এটি হচ্ছে স্ট্যানিসলাভ লিসকভের মামলার মতো। একটি কম্পিউটার ভাইরাস তৈরির সঙ্গে যুক্ত থাকার কথা বলে লিসকভকে গ্রেফতার করা হয়। ভাইরাসটি মার্কিন আর্থিক প্রতিষ্ঠানের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে গ্রাহকদের লাখ লাখ ডলার হাতিয়ে নেয়। ফলে যুক্তরাষ্ট্রের অনুরোধে স্পেন থেকে লিসকভকে গ্রেফতার করা হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। লিসকভ তখন স্পেনে বেড়াতে গিয়েছিলেন।
×