ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জ-গাজীপুর সড়কে ১০ হাজার গাছ নিধন

প্রকাশিত: ০৭:২২, ২ ফেব্রুয়ারি ২০১৮

রূপগঞ্জ-গাজীপুর সড়কে ১০ হাজার গাছ নিধন

মীর আব্দুল আলীম, রূপগঞ্জ ॥ এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক ৪ লেনে উন্নতীকরণের তকমা দেখিয়ে রূপগঞ্জ-গাজীপুর অংশের ভোগরা থেকে কাঞ্চন সেতু পর্যন্ত বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার গাছ নিধন করা হয়েছে বলে সামাজিক বনায়ন সমিতির সদস্য ও স্থানীয়রা দাবি করেছেন। আরও প্রায় ১০ হাজার গাছ নিধনের প্রস্তুতি চলছে। গাছগুলো সামাজিক বনায়নের আওতায় স্থানীয় বাসিন্দারা রোপণ ও রক্ষাণাবেক্ষণ করলেও তাদের অজ্ঞাতসারেই ঠিকাদার জিয়াউল হক বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে ঠিকাদার দাবি করছেন মাত্র ২৮০০ গাছ কাটা হয়েছে। কবে নাগাদ বাইপাস সড়ক ৪ লেনে উন্নতীকরণ করা হবে সেটা নিয়েও খোদ সওজ বিভাগ সন্দিহান। গত ৪ মাস ধরে নির্বিচারে এসব গাছ নিধন চললেও কারও পক্ষ থেকে কোন প্রতিবাদ করা হয়নি। তবে সামাজিক বনায়নের আওতাধীন স্থানীয় বাসিন্দারা ক্রমেই ফুঁসে উঠেছে। উন্নয়নের নামে পরিবেশ বিধ্বংসী এমন উদ্যোগে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নিয়ম রয়েছে প্রচলিত আইনে এমন প্রকল্প নেয়ার আগে অবস্থানগত ছাড়পত্র, পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) এবং গাছ কাটার জন্য আলাদা অনুমোদন প্রয়োজন।
×