ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক মাসেও সন্ধান মেলেনি চুরি হওয়া শিশুর

প্রকাশিত: ০৬:২১, ৩১ জানুয়ারি ২০১৮

এক মাসেও সন্ধান মেলেনি চুরি হওয়া শিশুর

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ এক মাসেও চুরি হওয়া চার মাস বয়সী শিশু পুত্র দীপায়ন সরকারের সন্ধান পায়নি তার বাবা ও মা। চুরি হয়ে যাওয়ার পর একমাত্র সন্তানের শোকে তার মা দীপ্তি সরকার মঙ্গলবার সকালে আর্তনাদ করে বলেন, ছেলেকে ছাড়া আমি বাঁচব না, আপনারা আমার ছেলেকে অ্যাইনা দ্যান। সন্তানের জন্য কারখানা থেকে ছুটি পাই নাই, তাই চাকরি ছেড়ে দিয়েছি। এখন চাকরিও গেছে, আমার ছেলেকেও চুরি কইরা নিয়া গেছে’। চুরি হওয়া শিশু দীপায়নের বাবা বরুণ সরকারের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছবিখাঁরপাড় গ্রামে। তারা গাজীপুরের মোগরখাল এলাকার আব্দুর রহিম মোল্লার বাড়িতে ভাড়া থাকেন। পোশাক কারখানার কর্মী দীপ্তি সরকার ও ইলেকট্রিশিয়ান বরুণ সরকারের চার মাস বয়সী একমাত্র শিশুপুত্র দীপায়ন সরকার এক মাস পূর্বে গাজীপুরের মোগরখাল এলাকার ভাড়া বাসা থেকে চুরি হয়। বরুণ সরকার জানান, তিনি স্ত্রী ও একমাত্র শিশুপুত্রকে নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের মোগরখাল এলাকার আব্দুর রহিম মোল্লার বাড়িতে ভাড়া থাকেন। তার স্ত্রী দীপ্তি সরকার স্থানীয় পিএ্যান্ড জেড পোশাক কারখানার ফিনিশিং বিভাগের সহযোগী পদে চাকরি করতেন। দীপায়ন হঠাত অসুস্থ হওয়ায় কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন দীপ্তি। কিন্তু কারখানা কর্তৃপক্ষ ছুটি না দেয়ায় সন্তানকে দেখভালের জন্য দীপ্তি চাকরি ছেড়ে দেয়। বরুণ আরও জানান, গত ৩১ ডিসেম্বর সকালে তার স্ত্রী দীপ্তি পাশের বাসার (আবুল কাশেমের বাড়ির ভাড়াটিয়া) আঁখি আক্তারের (২৪) কাছে দীপায়নকে রেখে পার্শ্ববর্তী বাজারে যায়। কিছু সময় পর এসে দীপায়ন ও আঁখিকে দেখতে না পেয়ে তাদের খোঁজ করতে থাকে।
×