ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

১ হাজার ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রকাশিত: ০৬:০৫, ৩১ জানুয়ারি ২০১৮

১ হাজার ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

স্টাফ রিপোর্টার ॥ উপজেলার সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে এবার ১ হাজার ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার ৪৩০ উপজেলায় সংরক্ষিত নারী সদস্যদের ১ হাজার ৪৯১টি শূন্য পদে নির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হয়। ওইদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট নেয়া হয়। কমিশন জানিয়েছে ১ হাজার ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হয় মাত্র ২শ’টি পদে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সরাসরি ভোটে নির্বাচিত হলেও পরোক্ষ ভোটে নির্বাচিত হন সংরক্ষিত নারী সদস্যরা। সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন এবং পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট দেন এসব পদে নির্বাচিত মহিলা জনপ্রতিনিধিরা।
×