ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস ॥ যুবকের দন্ড

প্রকাশিত: ০৭:১৩, ২৭ জানুয়ারি ২০১৮

নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস ॥ যুবকের দন্ড

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৬ জানুয়ারি ॥ নাটোরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের নিয়োগ পরিক্ষার প্রশ্নপত্র ফাঁসের অপরাধে আয়াতুল্লাহ হোসেন নামে এক যুবককে এক মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ এ দ-াদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আয়াতুল্লাহ হোসেন লালপুর উপজেলার নাগশুশা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। জানা গেছে, জেলায় শুক্রবার সকাল ১০টায় এমসিকিউ পদ্ধতিতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার ও মাঠ সহকারী পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার মোট ২৮টি পরীক্ষা কেন্দ্রে মোট ১৪ হাজার ৮শ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় সরকারী রানী ভবানী মহিলা কলেজ কেন্দ্রে আয়াতুল্লাহ হোসেন নামের এক পরীক্ষার্থী মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি ধারণ করে রাজু নামের একটি ফেসবুক আইডিতে প্রেরণ করে। পরে রাজু নামের ওই ফেসবুক আইডি থেকে প্রশ্নের সলিউশন করে পুনরায় আয়াতুল্লাহর ম্যাসেঞ্জারে পাঠিয়ে দেয়া হয়। পরে মোবাইলের মেসেঞ্জারে আসা প্রশ্নের সলিউশন দেখে লেখার সময় আয়াতুল্লাহ হোসেনকে হাতে নাতে আটক করেন।
×