ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জ্বালানির ব্যবস্থার সুপারিশ

প্রকাশিত: ০৬:০৪, ২৬ জানুয়ারি ২০১৮

রোহিঙ্গাদের জ্বালানির ব্যবস্থার সুপারিশ

সংসদ রিপোর্টার ॥ রোহিঙ্গাদের রান্নার জন্য দ্রুত সময়ের মধ্যে জ্বালানির ব্যবস্থা করা প্রয়োজন। অন্যথায় কক্সবাজারের বনাঞ্চল হুমকির মুখে পড়বে মন্তব্য করে রোহিঙ্গা শিবিরগুলোতে জ্বালানির ব্যবস্থা করার সুপারিশ করেছে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সেই সঙ্গে রোহিঙ্গারা যাতে নাগরিকত্ব ও পাসপোর্ট না পায় তার জন্য কঠোর নজরদারির সুপারিশ করেছে কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে এ ছাড়াও রোহিঙ্গাদের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার জন্য কক্সবাজারে বিশেষ থানা গঠন করার সুপারিশ করা হয়। এত বিশাল পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠীকে চাল, ডাল, তেল, নুন সরবরাহ করা হলেও তাদেরকে জ্বালানি সরবরাহ করা হচ্ছে না। সে কারণে তারা পাহাড়ের গাছ কেটে জ্বালানি হিসেবে তা ব্যবহার করছে। যার ফলে পাহাড় পরিবেশ বিপর্যয়ের মুখে পড়তে চলেছে। সে কারণে এই সাড়ে দশ লাখ মানুষ কীভাবে রান্না করবে, কী জ্বালানি হিসেবে ব্যবহার করবে তা নিশ্চিত করার জন্য তাগিদ দিয়েছে কমিটি। কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য আসাদুজ্জামান খাঁন, ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম ও বেগম কামরুন নাহার চৌধুরী। বৈঠকে জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, পুলিশ সদর দফতরের মহাপুলিশ পরিদর্শক একেএম শহীদুল হক, বিজিবির মহাপরিচালক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×