ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের টালবাহানা

প্রকাশিত: ০৬:০০, ২৬ জানুয়ারি ২০১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের টালবাহানা

মোয়াজ্জেমুল হক/ এইচএম এরশাদ ॥ মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় দশ লাখ রোহিঙ্গার নিবন্ধন হয়েছে। কিন্তু প্রত্যাবাসন শুরু করার সিদ্ধান্ত দিয়ে মিয়ানমার এখন তা বিলম্বিত করার কৌশল গ্রহণ করেছে। অভ্যন্তরীণ পর্যায়ে নানা টালবাহানা শুরু করেছে মিয়ানমার প্রশাসন। সীমান্তের ওপারের সূত্রগুলো জানিয়েছে, মূলত মিয়ানমার সরকার ও সেখানকার রাখাইনরা রোহিঙ্গাদের মোটেই সহ্য করে না। রোহিঙ্গারা যে সে দেশের নাগরিক ছিল তা তারা এখন মেনে নিতে পারছে না। এমনিতর পরিবেশে বাংলাদেশের পক্ষে প্রত্যাবাসন শুরু করার আশা নিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। শরণার্থী বিষয়ক ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বৃহস্পতিবারও বলেছেন, বিলম্বিত হলেও প্রত্যাবাসন শুরু করার প্রক্রিয়া চলছে। অপরদিকে, যেসব রোহিঙ্গা পালিয়ে এসেছে তাদেরকে তালিকাভুক্ত করা এখনও সম্ভব হয়নি। প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় যে ট্রানজিট ক্যাম্প তা এখনও হয়নি। তবে উদ্যোগ নেয়া হয়েছে। এ অবস্থায় রোহিঙ্গা সঙ্কট নিরসনে আউং সান সুচি গঠিত আন্তর্জাতিক পরামর্শক কেন্দ্র থেকে পদত্যাগ করেছেন মার্কিন কূটনীতিক। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশেই রয়েছে বলে নতুন করে জানান দিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। রোহিঙ্গা ইস্যুতে সর্বশেষ জাতিসংঘের পক্ষে আবারও তাদেরকে নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সুচির আন্তর্জাতিক পরামর্শক প্যানেল থেকে মার্কিন কূটনীতিকের পদত্যাগ ॥ রোহিঙ্গা সঙ্কট নিরসনে মিয়ানমারের এনএলডি নেত্রী আউং সান সুচি গঠিত পরামর্শক প্যানেল থেকে পদত্যাগ করেছেন মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন। তিনি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, আন্তর্জাতিক ওই পরামর্শক প্যানেল কেবলই লোক দেখানো। রোহিঙ্গা সঙ্কট নিরসনে সুচির সামগ্রিক কর্মকা- ও নৈতিক অবস্থান নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন সরকারের কেবিনেট সদস্য বিল রিচার্ডসন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাতকারে বলেছেন, ‘আমার পদত্যাগের প্রধান কারণ হলো, ওই পরামর্শক প্যানেল আসলে হোয়াইটওয়াশ। সরকারের চিয়ারলিডিং স্কোয়াডের সদস্য হয়ে থাকার কোন ইচ্ছে আমার নেই।’ এর আগে গত সোমবার আন্তর্জাতিক ওই প্যানেল সদস্যদের নিয়ে সুচির বৈঠক ছিল।
×