ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ছাত্র ও ব্যবসায়ীসহ নিহত ছয়

প্রকাশিত: ০৪:৫১, ২৬ জানুয়ারি ২০১৮

সড়ক দুর্ঘটনায় ছাত্র ও ব্যবসায়ীসহ নিহত ছয়

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে প্রাইভেটকার যাত্রী, রাঙ্গামাটিতে কলেজছাত্র, ফরিদপুরে দুই ছাত্র, যশোরে ব্যবসায়ী ও কেশবপুরে এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের জিইসি মোড় এলাকায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। হতাহত দুজনই প্রাইভেটকারের যাত্রী। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রাইভেটকারটি। খবর পেয়ে দ্রুত ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটি গাড়ি। কারের দুই যাত্রীকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে অমিত চৌধুরীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসাধীন রয়েছেন মন্টু নামের অপরজন। তার অবস্থাও আশঙ্কাজনক। গলাচিপা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাহরিয়ার মাকসুদ রূপম (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ভূইয়ার হাওলা-মোল্লার বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। শাহরিয়ার মাকসুদ রূপম রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকিজউদ্দিন হাওলাদারের একমাত্র ছেলে এবং পটুয়াখালী আবদুল করিম মৃধা কলেজের অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৭ টার দিকে ওই সড়ক দিয়ে শাহরিয়ার মাকসুদ রূপম মোটরসাইকেল চালিয়ে ভূইয়ার হাওলা গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে রূপমের মাথায় আঘাত লাগে। রাতেই চিকিৎসার জন্য গলাচিপা নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। ফরিদপুর ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গা পৌরসভার নওপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী মাহিন খন্দকার (১৯) ঘটনাস্থলেই নিহত হন। তার বন্ধু একই মোটরসাইকেলের আরোহী এসএসসি পরীক্ষার্থী নাঈম খান (১৮) রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই মোটরসাইকেল মোট তিন আরোহী ছিলেন। অপর আরোহী হাফিজুল মিয়া (২০) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত এসএসসি পরীক্ষার্থী মাহিন খন্দকার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের মন্টু খন্দকারের ছেলে। নাঈম খান একই গ্রামের আইয়ুব আলী খানের ছেলে। যশোর বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোতালেব হোসেন ওরফে হেকমত (৪০) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। এসময় তার বন্ধু গিয়াস উদ্দিন গুরুতর আহত হন।দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে যশোর-নড়াইল সড়কের চাড়াভিটায়। নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আহত গিয়াস উদ্দিনও একই হাসপাতালে চিকিৎসাধীন। নিহত মোতালেব হোসেন নড়াইল সদরের বুড়িখালি গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। আহত গিয়াস উদ্দিন মাগুরা জেলা সদরের বিনোদিয়া গ্রামের জাহেদ আলীর ছেলে। কেশবপুর বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম টিপু (৩৫) নামের এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। কেশবপুরের হাসানপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে টিপু মারা যান। জানা গেছে, মনিরামপুর উপজেলার গৌরিপুর গ্রামের রাজ্জাক খানের ছেলে আরিফুল ইসলাম টিপু তার কর্মস্থল শোভাশনি জাগরনি চক্রের অফিস থেকে সকাল সাতটার দিকে কেশবপুর অফিসে আসছিলেন। হাসানপুরে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া মোটরসাইকেল টিপুর মোটরসাইকেলে মেরে দেয়। এতে টিপুর মাথায় প্রচ- আঘাত লাগে। মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে কেশবপুর ও পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
×