ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে আগামীকাল যাত্রাপালা ‘বাংলার মহানায়ক’

প্রকাশিত: ০৬:৩৫, ২৫ জানুয়ারি ২০১৮

সোনারগাঁয়ে আগামীকাল যাত্রাপালা ‘বাংলার মহানায়ক’

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী লোকজ উৎসবে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় মঞ্চায়ন হবে যাত্রাপালা ‘বাংলার মহানায়ক’। ড. এ.এইচ. খানের উপন্যাস অবলম্বনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনভিত্তিক এ যাত্রাপালাটি লিখেছেন বিশিষ্ট যাত্রানট মিলন কান্তি দে। তারই নির্দেশনায় এবং দেশ অপেরার ব্যানারে ঢাকাসহ বিভিন্ন জেলায় এর ১৪টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মিলন কান্তি দে বলেন, গত বছর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাবার প্রেক্ষাপটে এবার সোনারগাঁয়ের লোকজ মেলায় ‘বাংলার মহানায়ক’ যাত্রাপালার ১৫তম প্রদর্শনীটি বিশেষভাবে আয়োজন করা হচ্ছে। যাত্রানুষ্ঠানের আগে রয়েছে ‘যাত্রাপালায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ বিষয়ে একটি সেমিনার। প্রবন্ধ পাঠ করবেন ড. তপন বাগচী। বাংলার মহানায়ক যাত্রাপালার কাহিনী শুরু হয়েছে ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি তদানীন্তন ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক তোফায়েল আহমদ কর্তৃক শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করার মধ্য দিয়ে। দৃশ্য পরম্পরায় উঠে এসেছে ৭১-এর অসহযোগ আন্দোলন, ৭ মার্চের ভাষণ, ২৫ মার্চ রাতে পাকিস্তানী সৈন্যদের হাতে বঙ্গবন্ধু গ্রেফতার, স্বদেশ প্রত্যাবর্তন, কুখ্যাত খোন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে বিপথগামী সেনা অফিসারদের ঘৃণ্য ষড়যন্ত্র এবং ১৫ আগস্টের শোকাবহ নির্মম পরিণতি। বঙ্গবন্ধু- পতœী বঙ্গমাতা ফজিলাতুন্নেছাসহ মওলানা ভাসানী, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন, এম মনসুর আলী, কর্নেল জামিল প্রভৃতি চরিত্রগুলো আপন মহিমায় উজ্জ্বল হয়ে উঠেছে এ যাত্রাপালায়। দেশ অপেরার পরিবেশনায় ‘বাংলার মহানায়ক’ প্রথম মঞ্চায়ন হয় ২০১২ সালের ১৭ ডিসেম্বর। এ পর্যন্ত বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এম. আলীম, এম. আলম লাবলু, এম. সিরাজ, সুদর্শন চক্রবর্তী, মোবারক আলী, দীপক বণিক, আবুল কালাম আজাদ, সাদ্দাম, অলিউল্লাহ্ অলি, সাজেদুর রহমান সাদ্দাম, শাওন, কৌশিক, কাজী রফিকুল ইসলাম, প্রদীপ চক্রবর্তী, আলমাস, মোজাম্মেল হক, আলতাফ, বাচ্চু খান, পূরবী দত্ত, আলী নূর, রিক্তা সুলতানা, মণিমালা, রিক্তা, রেখা রাণী গুণ, ফাহাদ-বিন কুদ্দুস। বঙ্গবন্ধু চরিত্রে প্রথমে অভিনয় করেন সুলতান সেলিম, পরে এস.এম শফি।
×