ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গৃহবধূ ও শ্রমিকসহ ৫ খুন

প্রকাশিত: ০৬:৩১, ২৫ জানুয়ারি ২০১৮

গৃহবধূ ও শ্রমিকসহ ৫ খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ শ্রীপুরে শ্রমিক, মীরসরাইয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ, মাদারীপুর ও ধামরাইয়ে দুই কৃষক, কুড়িগ্রামে অটোচালক খুন হয়েছে। নীলফামারীতে তিন লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। গাজীপুর শ্রীপুরে পাওনা টাকার জের ধরে সহকর্মীর ধারালো অস্ত্রের আঘাতে বুধবার এক শ্রমিক খুন হয়েছে। নিহতের নাম- গোলাম রব্বানী (২০)। সে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আব্দুল বাহারপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার দোখালা এলাকার পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ (প্রাইভেট) মিলস্ (চকোলেট উৎপাদনকারী প্রতিষ্ঠান) কারখানার চুক্তিভিত্তিক শ্রমিক। শ্রীপুর মডেল থানার এসআই আবুল হাসান জানান, সহকর্মী রাকিব হাসানের (২৩) সঙ্গে টাকা-পয়সা নিয়ে গত কয়েকদিন ধরে রব্বানীর বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ৬টার দিকে কারখানা ছুটির পর রব্বানী বাসায় যাচ্ছিল। এ সময় দোখালা বাজার এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা রাকিব হাসান ও তার ২/৩ জন সহযোগী রব্বানীর পথরোধ করে। এক পর্যায়ে রাকিব রব্বানীকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করলে তিনি মাটিতে পরে যান। পরে স্থানীয় ফার্মেসি মালিক শচীন রায় কারখানায় খবর দিলে কারখানা কর্তৃপক্ষ তাদের নিজস্ব গাড়িতে করে তাকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। রাকিব হাসান স্থানীয় রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় চাকরি করতেন। গোলাম রব্বানী পাশের নতুন বাজার এলাকায় ভাড়া থাকতেন মীরসরাই মীরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে পাষ- স্বামী। স্ত্রী পারভীন আক্তারকে (৩৪) হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালায় স্বামী বেলাল উদ্দিন (৩৫)। গুরুতর আহত অবস্থায় পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বুধবার সকাল ৭টায় মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন চৌধুরীহাটের মধ্যম সোনাপাহাড় এলাকায় এই হত্যাকা-ের ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার দিন সকালে পারিবারিক কলহের এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী পারভীন আক্তারকে ১২-১৪ বার উপর্যুপরি ছুরিকাঘাত করে স্বামী বেলাল উদ্দিন। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় পারভীনের। একপর্যায়ে ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালায় বেলাল উদ্দিন। পারভীন ও বেলাল দুজনের এটি দ্বিতীয় বিয়ে বলে জানা গেছে। মাদারীপুর মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির কোদালের আঘাতে বাশার চৌকিদার (৪৫) নামের এক কৃষক মারা গেছে। এ ঘটনা ঘটে বুধবার দুপুর ২টার দিকে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামে। নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, বুধবার দুপুরে ব্রাহ্মন্দী এলাকার কৃষক বাশার চৌকিদার জমিতে কৃষি কাজ করতে যায়। এ সময় একই এলাকার মানসিক ভারসাম্যহীন খলিল খানের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে খলিল কোদাল দিয়ে বাশার চৌকিদারের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে সদর হাসপাতালে আনার পথে বাশার চৌকিদার মারা যায়। থানা পুলিশ মানসিক ভারসাম্যহীন খলিল খানকে গ্রেফাতার করে। সাভার ধামরাইয়ে এক কৃষককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও শ^াসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, মঙ্গলবার রাতে ধামরাইয়ের বড়চন্দ্রাইল এলাকার অমিজ উদ্দিন ব্যাপারীর ছেলে কৃষক সমিজ উদ্দিনকে (৫৫) নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও শ^াসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। বুধবার সকালে একটি কবরস্থানের পাশে তার ক্ষত-বিক্ষত মৃতদেহ দেখে থানায় এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। কুড়িগ্রাম রাজারহাট উপজেলার দিনোবাজার এলাকার ঠাটমারী ব্রিজের কাছে জুয়েল নামের এক ব্যাটারি চালিত অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ব্রিজ সংলগ্ন রেললাইনের রাস্তার পাশে তার মরদেহ দেখতে পেয়ে রাজারহাট পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। অটোচালক জুয়েল (২৫) কুড়িগ্রাম সদর উপজেলার কাশিয়াবাড়ির চৌকিদার পাড়ার রমজান আলীর ছেলে বলে জানায় পুলিশ। নীলফামারী পৃথক ঘটনায় নীলফামারীর পল্লীতে ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্য ও দুই গৃহবধূসহ তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মধ্যে জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রসন্ন কুমার রায় বর্মন (৬৫), জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের শেখ পাড়া গ্রামের গৃহবধূ আমেনা বেগম (৪১) ও সৈয়দপুর উপজেলার কুন্দল গ্রামের পশ্চিমপাড়ায় মেরিনা আক্তার (২৬)। বুধবার সকালে পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করে জেলার মর্গে ময়নাতদন্ত করেছে। পুলিশ ও এলাকাবাসী, জানায় জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত সাইবুল বর্মন রায়ের ছেলে ইউপি সদস্য প্রসন্ন কুমার রায় বর্মন। তিনি আবেগপ্রবণ ও অভাবী। গত নির্বাচনে তাকে এলাকাবাসীরা খরচের অর্থ জোগান দিয়ে ভোটে প্রার্থী করে বিজয়ী করে। ঘরে তার স্ত্রী শান্তিবালা ( ৫৫) ও একমাত্র প্রতিবন্ধী ছেলে আপন রায় বর্মন (৩৮) রয়েছে। ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান জানান সকালে ইউপি সদস্যের বাড়ির পার্শ্ববর্তী ঘোড়ারঘাট এলাকার একটি গাছে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগালো ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় এলাকাবাসী। পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এদিকে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নেরর শেখ পাড়া গ্রামের নুরুল শেখের স্ত্রী আমেনা বেগম বিষপানে আতœহত্যা করে। মঙ্গলবার রাতে স্বামীর সঙ্গে পারিবারিক কলহ সৃষ্টি হলে স্বামী বাড়ি হতে বের হয়ে যায়। এই অভিমানে ঘরে থাকা কীটনাশক পান করে আমেনা বেগম আতœহত্যা করে। অপরদিকে স্বামীর সঙ্গে কলহে সৈয়দপুরের কুন্দল গ্রামের পশ্চিমপাড়ায় গৃহবধূ মেরিনা আক্তার নিজ ঘরে গলায় দড়ি দিয়ে অঅতœহত্যা করে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
×