ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবরুদ্ধ ভিসিকে উদ্ধারে ছাত্রলীগের যাওয়া দায়িত্ব ছিল ॥ কাদের

প্রকাশিত: ০৫:৫১, ২৫ জানুয়ারি ২০১৮

অবরুদ্ধ ভিসিকে উদ্ধারে ছাত্রলীগের যাওয়া দায়িত্ব ছিল ॥ কাদের

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অন্য দেশের মতো রুটিন ওয়ার্ক করবে নির্বাচনকালীন সরকার। এ সরকারের হাতে নির্বাচন সংক্রান্ত কোন ক্ষমতাই থাকবে না। ভারতসহ অন্য গণতান্ত্রিক দেশে যা হয়। সংবিধান অনুযায়ী আমরাও তা ফলো করব। নির্বাচনকালীন সরকার কোন মেজর পলিসি বা সিদ্ধান্ত দিতে পারবে না বলেও জানান তিনি। বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিআরটিএর মোবাইল কোর্ট পরিদর্শন ও সড়ক নিরাপত্তা ক্যাম্পেন কর্মসূচীতে অংশ নিয়ে মন্ত্রী এসব কথা জানান। এ সময় বিআরটিএর উর্ধতন কর্মকর্তাসহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী এ সময় বিভিন্ন পরিবহন যাত্রী ও পথচারীদের সঙ্গে কথা বলেন। রাস্তা পারাপারসহ সড়ক নিরাপত্তার বিভিন্ন বিষয়ে যাত্রী ও পরিবহন চালকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পাশাপাশি লিফলেট বিতরণ করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজের কার্যালয়ে অবরুদ্ধ হওয়ার পর সেখানে যাওয়া ছাত্রলীগের ‘দায়িত্ব’ ছিল। তারা তাদের দায়িত্ব পালন করেছে। যদি কেউ দোষী থাকে তাদের বিচার করার কথাও বলেন সেতুমন্ত্রী। তিনি বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবার রাতের ঘটনায় ছাত্রলীগের কোন দোষ থাকলে তাদের শাস্তি হবে। কিন্তু যারা ভিসি কার্যালয়ের ফটক ভেঙ্গেছে, তাদেরও শাস্তি হওয়া উচিত। তিনি বলেন, জোর করে ভিসি অফিসে ঢুকবে, এখানে সাধারণ ছাত্রদের কি কোন দায়িত্ব নেই? তারা ছাত্রলীগ করে, কিন্তু এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছাত্রী নিপীড়নে জড়িত ছাত্রলীগ কর্মীদের বহিষ্কারের দাবি পূরণ না হওয়ায় ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে মঙ্গলবার দুপুরে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে একদল শিক্ষার্থী, যাদের মধ্যে সক্রিয় ছিলেন বাম ছাত্র সংগঠনগুলোর নেতারা। অন্তত তিনটি ফটক ভেঙ্গে তারা অবস্থান নেন উপাচার্যের দরজার সামনের করিডোরে। তিন ঘণ্টার বেশি সময় অবরুদ্ধে থাকার পর উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান পেছনের ফটক দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও আন্দোলনকারীরা তাকে আটকে দেয়। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল উপাচার্যকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করতে যায়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সরকার সমর্থক সংগঠনটির নেতাকর্মীরা সে সময় রড-লাঠি নিয়ে চড়াও হন বিক্ষোভকারীদের ওপর; উপাচার্য ভবন থেকে থেকে সরিয়ে দেয়ার পরও বিভিন্ন স্থানে কয়েক দফায় হামলা হয় বলে বিক্ষোভকারীদের অভিযোগ। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ছাত্রলীগের এক সময়ের সভাপতি ওবায়দুল কাদের বলেন, একটা দিক দেখলেন, আরেকটা দিক দেখলেন না? এই যে আরেকটা সাইড। ভিসির অফিসের গেট ভেঙ্গে ঢোকার কি কোন নিয়ম আছে? এটা কি কোন গণতান্ত্রিক পন্থা? এটা কি আন্দোলনের অংশ? আর ছাত্রলীগের এখানে অংশগ্রহণ কী? ভিসি বলেছেন, ছাত্রলীগের ছেলে মেয়েরা যদি এসে উদ্ধার না করত, তাহলে তার জীবনের ওপর হামলার আশঙ্কা থাকত। তিনি আমাকে বলেছেন, যেভাবে এ্যাটাক করা হয়েছে কলাপসিবল গেট ভেঙ্গে...। ওবায়দুল কাদের বলেন, জোরপূর্বক ভিসি অফিসে ঢোকা হয়েছে, এটা কি গণতান্ত্রিক আন্দোলন? আর এখানে ছাত্রলীগের ইনভলভমেন্ট কেন, সেটাও ভিসি আমাকে বলেছেন। তাকে অবরুদ্ধ করার পরই ছাত্রলীগ সেখানে গেছে, সঙ্গে সাধারণ ছাত্রছাত্রীরাও গেছে। মঙ্গলবারের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ‘যদি কোন অন্যায় করে থাকে’ তাহলে, ‘অবশ্যই’ তাদের শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেন সরকারের এই মন্ত্রী। পাশাপাশি তিনি এও বলেন, ‘যারা গেট ভেঙ্গে ভিসি অফিসে ঢুকেছে, তাদেরও শাস্তি হওয়া উচিত। অন্যায় করে কেউ দোষী হবে আরেকটি পক্ষ একেবারেই নির্দোষ থাকবে, তা হতে পারে না। রাইড শেয়ারিং নীতিমালা এক মাসের মধ্যে বাস্তবায়ন ॥ অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাইড শেয়ারিং নীতিমালা এক মাসের মধ্যে বাস্তবায়ন হবে। এ বিষয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসা হবে বলেও জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, উবার, স্যাম, পাঠাও এসব নতুন প্রযুক্তির পরিবহন সুবিধাগুলোর বিষয়ে নীতিমালা পাস হয়েছে। এতে সিএনজি অটোরিক্সায় মিটার ব্যবহারের প্রবণতা বাড়বে। মন্ত্রী এ্যাপভিত্তিক পরিবহন সুবিধাকে ইতিবাচক আখ্যা দিয়ে বলেন, এসবের ফলে অতিরিক্ত ভাড়া নেয়া ও মিটার ছাড়া যাত্রী হয়রানি করা স্বাভাবিকভাবে কমে আসবে। ‘রাইড শেয়ারিং নীতিমালা কীভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে ৩১ জানুয়ারি বৈঠক হবে। বৈঠকের পর এক মাসের মধ্যে নীতিমালা বাস্তবায়ন হবে। তখন নীতিমালা বাস্তবে প্রয়োগ করতে পারব। সিএনজি অটোরিক্সার ইকোনমিক মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এ বিষয়ে বুয়েট আগামী মাসে মতামত জানাবে। এরপর স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করে জানিয়ে দেয়া হবে। বিএনপির নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেয়া প্রসঙ্গ তুললে কাদের বলেন, বিএনপি কি সহায়ক সরকার চায়, নিরপেক্ষ সরকার চায়, না তত্ত্বাবধায়ক সরকার- এখনও ঠিক করতে পারেনি। আর তাদের রূপরেখা শুনছি এক বছরে ধরে। তারা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। তাদের নেতারা একেকজন একেক কথা বলছেন। ওবায়দুল কাদের এ সময় বলেন, অন্য দেশের মতো রুটিন ওয়ার্ক করবে নির্বাচনকালীন সরকার। এ সরকারের নির্বাচন সংক্রান্ত কোন ক্ষমতাই থাকবে না। ভারতসহ অন্য গণতান্ত্রিক দেশে যা হয়। কোন মেজর পলিসি বা সিদ্ধান্ত দিতে পারবে না।
×