ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁদপুর পাওয়ার জেনারেশনের বাণিজ্যিক উৎপাদন শুরু ১৬ জুলাই

প্রকাশিত: ০৬:১৬, ২২ জানুয়ারি ২০১৮

 চাঁদপুর পাওয়ার জেনারেশনের বাণিজ্যিক উৎপাদন শুরু ১৬ জুলাই

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন এ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির নতুন বিদ্যুত প্রকল্প চাঁদপুর পাওয়ার জেনারেশন ২০১৯ সালের ১৬ জুলাই বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, চাঁদপুর পাওয়ার জেনারেশন লিমিটেড বুধবার জ্বালানি-বিদ্যুত ও খনিজ সম্পদ মন্ত্রাণলয়ে জিওবির সঙ্গে একটি বিদ্যুত ক্রয় চুক্তি সম্পন্ন করেছে। ১১৫ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্লান্টের এই হেভি ফুয়েল অয়েল (এইচএফও) জ্বালানি বিদ্যুত উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর জন্য বিপিডিবির সঙ্গে ডরিন পাওয়ার জেনারেশন্স এ্যান্ড সিস্টেম লিমিটেড এবং ডরিন পাওয়ার হাউস এ্যান্ড টেকনোলজিস লিমিটেড চুক্তি সম্পন্ন করেছে। জানা গেছে, এই প্রকল্পে ডরিন পাওয়ার জেনারেশন এ্যান্ড সিস্টেমস লিমিটেডের ৬০ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৪০ শতাংশ ডরিন পাওয়ার হাউস এ্যান্ড টেকনোলজি লিমিটেডের। উল্লেখ্য, বিপিডিবির সঙ্গে বিদ্যুত ক্রয় চুক্তির (পিপিএ) ১৮ মাসের মধ্যে কোম্পানিটি বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবে। যার মেয়াদ হবে ১৫ বছর। অর্থাৎ প্লান্ট নির্মাণের পর ১৫ বছর পর্যন্ত এই কেন্দ্র থেকে বিদ্যুত কিনবে সরকার। যার প্রতিইউনিট ৭ টাকা ৯২ পয়সা দরে কিনবে।
×