ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও চিনিকলে ৪১১ কোটি টাকার প্রকল্প

প্রকাশিত: ০৫:৪৫, ২১ জানুয়ারি ২০১৮

ঠাকুরগাঁও চিনিকলে ৪১১ কোটি টাকার প্রকল্প

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ দীর্ঘদিনের পুরনো ও নড়বড়ে ঠাকুরগাঁও সুগার মিলের উন্নয়নের কাজ শুরু হয়েছে। জেলার একমাত্র এই ভারি শিল্পটির কাজ শুরু হওয়ায় স্থানীয় আখচাষী, মিলের শ্রমিকসহ ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে মিলের এ কাজ শেষ হলে দেশের চিনির ঘাটতি পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের জোয়ার আসবে। প্রায় ৬০ বছর আগে ১৯৫৬ সালে ঠাকুরগাঁও চিনিকলটি স্থাপিত হয়। ১৫ হাজার মে.টন চিনি উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই চিনিকলে কয়েক বছর রেকর্ড পরিমাণ এবং উন্নতমানের চিনি উৎপন্ন হয়। কিন্তু ধীরে ধীরে চিনিকলের মেশিনারি যতই পুরনো হতে থাকে ততই চিনি আহরণ ক্ষমতা কমতে থাকে। কোন কোন সময়ে নামমাত্র মেরামত ও ব্যাপক দুর্নীতির কারণে চিনিকলের উৎপাদনে ধস নামে এবং প্রতিষ্ঠানটি একটি লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হয়। সম্প্রতি ‘রিপ্লেসমেন্ট অব ওল্ড মেশিনারি এ্যান্ড এডিশন অব মেশিনারি ফর সুগার বিট প্রডাক্টশন’ নামে একটি প্রকল্পের অধীনে ঠাকুরগাঁও সুগার মিলের সার্বিক উন্নয়নের কাজ শুরু হয়েছে। এ কাজের জন্য একনেকের এক সভায় চার শ’ ১১ কোটি ১০ লাখ টাকার একটি প্রকল্প পাস হয়েছে। এ কাজ চলতি বছরেই শেষ হওয়ার কথা রয়েছে। এই প্রকল্পের অধীনে রয়েছে সুগারবিট উৎপাদন, পুরাতন যন্ত্রাংশ পুনস্থাপন, ডিস্টিলারিজ প্রজেক্ট, কো-জেনারেশন পাওয়ার প্লান্ট, বায়োগ্যাস, বায়ো কম্পোস্ট, রিফাইনারি সুগার প্লান্ট।
×