ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

১৬ ভারতীয় মহিষ জব্দ

প্রকাশিত: ০৫:৪৩, ২০ জানুয়ারি ২০১৮

১৬  ভারতীয় মহিষ জব্দ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ শুল্ক ফাঁকির অভিযোগে রাজশাহীর পুঠিয়ায় ভারত থেকে আনা ১৬টি মহিষ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিজিবি সদস্যরা পুঠিয়ার বেলপুকুর চেকপোস্ট অতিক্রম করার সময় ট্রাকসহ মহিষগুলো জব্দ করে। শুক্রবার সকালে বেলপুকুর চেকপোস্টের বিজিবি জানান, তারা ১৬টি ভারতীয় মহিষ বহনকৃত ট্রাক থামিয়ে তল্লাশি চালান। এ সময় মহিষগুলোর করিডর স্লিপ দেখতে চায় বিজিবি। কিন্তু বহনকারীরা গত ১৩ জানুয়ারি করিডরের স্লিপ দেখান। যেটি আগেই একবার ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন, রাজস্ব ফাঁকি দিতেই বহনকারীরা এ কাজ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ১৬ লাখ টাকা মূল্যের মহিষগুলো জব্দ করে রাতেই রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে।
×