ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঝড়-বৃষ্টির মৌসুমে রোহিঙ্গা শিশুরা স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে ॥ ইউনিসেফ

প্রকাশিত: ০৬:৫৮, ১৮ জানুয়ারি ২০১৮

ঝড়-বৃষ্টির মৌসুমে রোহিঙ্গা শিশুরা স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে ॥ ইউনিসেফ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে আশ্রয় নেয়া ৫ লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা শিশু আসন্ন ঘূর্ণিঝড় বৃষ্টির মৌসুমে মারাত্মক স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে ইউনিসেফ। বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি এডওয়ার্ড বেইগবেদ এক বিবৃতিতে বলেন, ‘ইতোমধ্যে সৃষ্ট ভয়ানক মানবিক পরিস্থিতি ঘূর্ণিঝড় ও মৌসুমি ঋতুতে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। কয়েক লাখ শিশু ভয়ঙ্কর পরিবেশে বাস করছে। সামনে বন্যা, রোগ, ভূমিধস ও আবার স্থানচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে তারা।’ ‘অনিরাপদ খাবার পানি, অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা ও অপ্রতুল পরিচ্ছন্নতা পরিস্থিতির কারণে কলেরা ও গর্ভবতী নারী ও তাদের সন্তানের জন্য মারাত্মক হেপাটাইটিস-ই’র প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এছাড়া বদ্ধপানির জলাশয়ে ম্যালেরিয়ার জীবাণুবাহী মশার বিস্তার ঘটতে পারে। শিশুদের এসব রোগ-বালাই থেকে রক্ষা করা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত’ বলে জানিয়েছেন ইউনিসেফের প্রতিনিধি। বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা ক্যাম্পে ও আশ্রয় কেন্দ্রগুলোতে চার হাজারের বেশি লোকের ডিপথেরিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ২৪ শিশুসহ ৩২ জন মারা গেছে। ইতোমধ্যেই, ইউনিসেফ ও সহযোগীরা ডিপথেরিয়ার টিকাদান কার্যক্রম শুরু করেছে। শিশু ও পরিবারগুলোকে নিরাপদ পানি এবং স্যানিটেশন সুবিধার আওতায় আনার চেষ্টা করছে তারা। তবে অতিরিক্ত ভিড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে মারাত্মক রোগের ঝুঁকি আবারও বাড়ছে।
×