ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঢাকা উত্তর মেয়র নির্বাচন

আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা আজ

প্রকাশিত: ০৫:৫৮, ১৬ জানুয়ারি ২০১৮

আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা আজ

বিশেষ প্রতিনিধি ॥ উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের কার্যালয়ে এসে সোমবার মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন বিজিএমই’র সাবেক সভাপতি ও ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। মনোনয়ন ফরম বিতরণ শুরুর প্রথন দিন শনিবারই প্রতিনিধির মাধ্যমে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। আজ মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মেয়র পদে একক প্রার্থিতা চূড়ান্ত করা হবে। সেক্ষেত্রে আতিকুল ইসলামই আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন, তা দলটির নানা সূত্রই আভাষ দিয়েছেন। মনোনয়ন ফরম জমা দিয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাঁকে (মরহুম আনিসুল হক) মনোনয়ন দিয়েছিলেন, উনি কিন্তু প্রমাণ করে গেছেন অরাজনৈতিকভাবে আসলেও কিভাবে ঢাকা শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলা যায়। এ থেকে প্রমাণ হয়ে যায় ব্যবসায়ীরা যেমন রাজনীতিতে আসতে পারেন, তেমনি রাজনীতিবিদরাও ব্যবসায় আসতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনিসুল হককে দিয়ে সুন্দর স্বপ্নের ঢাকা শহর গড়ার পেছনে কাজ করেছেন। আমিও প্রধানমন্ত্রীর সমর্থন পেলে আল্লাহকে হাজির-নাজির করে বলতে চাই, ঢাকাকে একটি সুন্দর ঢাকা গড়তে পারব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। নতুন প্রজন্মের স্মার্ট ঢাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে এই ব্যবসায়ী নেতা আরও বলেন, আমার স্বপ্ন ঢাকা হবে একটি সচল ঢাকা, ঢাকা হবে একটি নিরপরাধ ঢাকা, একটি সুস্বাস্থ্যকর ঢাকা- এমনিভাবেই ঢাকাকে আমরা গড়তে চাই। প্রধানমন্ত্রী প্রয়াত মেয়র আনিসুল হকের মাধ্যমে উনি উনার ভিশনের প্রতিফলন ঘটিয়েছেন, প্রধানমন্ত্রী কী ধরনের ঢাকা চান। প্রধানমন্ত্রী আনিসুল হককে দিয়ে এটা দেখিয়েছেন। আমি আপনাদের প্রত্যাশা দিতে পারি, প্রধানমন্ত্রীর যে ভিশন- ২০২১ এবং ভিশন-২০৪১ অনুযায়ী আমরা একটি আধুনিক ও স্মার্ট আধুনিক ঢাকা গড়তে পারব। সোমবার বিকেল সাড়ে তিনটায় আতিকুল ইসলাম ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আসেন। এরপর কার্যালয়ে প্রবেশ করে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের কাছে মনোনয়ন ফরম জমা দেন। এর আগে বেলা ১২টার পর থেকেই মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহকারী মনোনয়ন প্রত্যাশীরা একে একে এসে তাদের পূরণকৃত মনোনয়ন ফরম জমা দেন। এতে নেতাকর্মীদের আনাগোনায় কোলাহলমুখর হয়ে পড়ে ধানমন্ডির কার্যালয়। এতে কার্যালয়সহ আশপাশের রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মেয়র পদে দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করে তা ঘোষণা করা হবে। বৈঠকে মনোনয়ন ফরম সংগ্রহকারী ১৭ জনের সাক্ষাতকার গ্রহণ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ব্যবসায়ী নেতা আদম তমিজি হক, রাসেল আশেকী, অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল, এবিসিসিআই পরিচালক হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবায়ের আলম, ব্যবসায়ী নেতা আবেদ মনসুর, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী, মেজর (অব.) ইয়াদ আল ফকির, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার ও শামীম হাসান। শেষ দিন সোমবার আরও তিনজন মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন। তাঁরা হলেন- ডিএনসিসির বর্তমান প্যানেল মেয়র ওসমান গনি, সাবেক সংসদ সদস্য আসমা জেরিম ঝুমু, মোহাম্মদ জামান ভুঁইয়া ও যুবলীগ নেতা শাহীন হক। আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া মেয়র পদে আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে।
×