ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রণব মুখার্জী আজ চট্টগ্রাম যাচ্ছেন

প্রকাশিত: ০৫:৫৭, ১৬ জানুয়ারি ২০১৮

প্রণব মুখার্জী আজ চট্টগ্রাম যাচ্ছেন

চট্টগ্রাম অফিস/চবি সংবাদদাতা ॥ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী আজ মঙ্গলবার চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে আসছেন। বিশেষ সমার্বতন অনুষ্ঠানের মাধ্যমে সম্মানসূচক ডি.লিট প্রদান করা হবে বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধুকে। তাঁর আগমন উপলক্ষে পুরো ক্যাম্পাস এলাকায় গড়ে তোলা হয়েছে নিñিদ্র নিরাপত্তা বলয়। ক্যাম্পাস প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতের সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির আদলে ভিভিআইপি প্রটোকল দেয়া হবে। রবিবার থেকেই বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন। সোমবার রাত সাড়ে দশটায় সম্মেলন স্থলের নিরাপত্তার সকল দায়িত্ব চলে যায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) হাতে। এর আগেই ক্যাম্পাসে প্রাক-প্রস্তুতিমূলক বিশেষ নিরাপত্তা মহড়া দিয়েছে এসএসএফ । পোশাকধারী এবং সাদা পোশাকে মোট ৭০০ পুলিশ নিয়োগ করা হয়েছে ক্যাম্পাসে এবং আশপাশের এলাকায়। এছাড়াও মাঠে থাকছে ডিজিএফআই ও এনএসআইয়ের পর্যাপ্তসংখ্যক গোয়েন্দাকর্মী। তবে নিরাপত্তার স্বার্থে যথাযথ সংখ্যা প্রকাশ করেনি প্রশাসন। মাইকে ঘোষণা দিয়ে দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের মোটরসাইকেল চলাচল। কঠোর বিধি-নিষেধের আওতায় আনা হয়েছে অন্যান্য যানবাহনও। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বেলা ১২টা ৩০ মিনিটে ক্যাম্পাসে প্রবেশ করবেন ভারতের এই একমাত্র বাঙালী রাষ্ট্রপতি। এসে তিনি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সকল শিক্ষক ও প্রতিটি বিভাগ থেকে ১০ জন করে মোট ৪৬০ জন শিক্ষার্থী এবং চট্টগ্রামের বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। চট্টগ্রাম জেলা ও পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান ছাড়াও ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর আরও কিছু কর্মসূচী রয়েছে। ঢাকা থেকে এসে প্রথমে তিনি নগরীর হোটেল রেডিসন ব্লুতে উঠবেন। দুপুর ১২টা থেকে আড়াইটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষ করে তিনি যাবেন ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত রাউজানে। সেখানে বিকেল সাড়ে চারটায় তিনি মাস্টারদা সূর্য সেনের পারিবারিক বসতভিটা পরিদর্শন করে ফিরবেন হোটেল রেডিসনে। সন্ধ্যার পর তিনি একটি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এ হোটেলে রাতযাপন করে সকালে তিনি ফিরে যাবেন ঢাকায়। তবে এর আগে তাঁর পাহাড়তলীর ঐতিহাসিক সেই ইউরোপিয়ান ক্লাব পরিদর্শন ও বীর কন্যা প্রীতিলতার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।
×