ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

হোমটেক্সটিলে বাংলাদেশের বৈচিত্র্যময় পণ্য দর্শক ক্রেতাদের দৃষ্টি কেড়েছে

প্রকাশিত: ০৪:৩০, ১৬ জানুয়ারি ২০১৮

হোমটেক্সটিলে বাংলাদেশের বৈচিত্র্যময় পণ্য দর্শক ক্রেতাদের দৃষ্টি কেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) হেমটেক্সটিল ফ্রাঙ্কফুটে অংশগ্রহণ করেছে। হেমটেক্সটিল ফ্রাঙ্কফুট, বিশ্বের সবচেয়ে বড় হোম এবং কন্ট্রাক্ট টেক্সটাইলের বাণিজ্যমেলা। এ বাণিজ্যমেলায় বাংলাদেশের উপস্থাপিত অনন্য ও বৈচিত্র্যময় ব্যবহার্য টেক্সটাইল পণ্য দর্শকক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। গত ৯ থেকে ১২ জানুয়ারি ফ্রাঙ্কফুটে এ বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ৬৯টি দেশ থেকে ২৯৪৫ জনেরও বেশি প্রদর্শক অংশ নেয়, যার মধ্যে বাংলাদেশ থেকে অংশ নেয়া প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৯টি। বাংলাদেশী প্রতিষ্ঠানগুলো বাজার যাচাই করার একটি অসাধারণ সুযোগ পেয়েছে এই আয়োজনে এবং দর্শনার্থীদের থেকে তারা খুব ইতিবাচক প্রতিক্রিয়াও লাভ করেছে। হেমটেক্সটিলে অংশগ্রহণ বহির্বিশ্বের ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি পথ খুলে দেয় এবং তারা তাদের মতো অন্যান্য নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে জ্ঞান বিনিময়ের সুযোগ পায়। জার্মানির বার্লিনে কর্মরত বাংলাদেশ এ্যাম্বাসির কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দ মাসুম চৌধুরী এবারের হেমটেক্সটিলে বাংলাদেশের স্টল পরিদর্শন করেন। বাংলাদেশ থেকে অংশ নয়া ১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি প্রতিষ্ঠান ইপিবির অধীনে এবং বাকি ১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে ইপিবির সহায়তা ছাড়া সরাসরিভাবেই। বাংলাদেশের প্রদর্শক প্রতিষ্ঠানসমূহ হলো- এসিএস টেক্সটাইল, এপেক্স উইভিং এ্যান্ড ফিনিশিং, মম টেক্স এক্সপো, নোমান টেরি টাওয়েলস, রিজেন্ট টেক্সটাইল, শাবাব ফ্যাক্টরি, সাদ মুসা ফ্যাব্রিক্স, টাওয়েল টেক্স এবং ইউনিলিয়েন্স টেক্সটাইল, যাবের এ্যান্ড যুবায়ের ফ্যাব্রিক্স। বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর অধীনে অংশ নেয়া প্রদর্শক প্রতিষ্ঠানসমূহ হলো- অনীক কম্পোজিট, ইকেই টেক্স, গ্রিন বাংলা হোমটেক্স ইন্ডাস্ট্রিজ, জানটেক্স ইন্ডাস্ট্রিজ, মানুরি টেক্সটাইল, মিরে টাওয়েল ইন্ডাস্ট্রিজ, সাফরীন টেক্স, শামসুদ্দিন টাওয়েলস এবং ভার্জিন গ্রেস। মেলা প্রসঙ্গে রিজেন্ট টেক্সটাইলের পরিচালক (মার্কেটিং) বলেন, আমাদের ইউরোপিয়ান ক্রেতাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য হেমটেক্সটিল একটি অত্যন্ত ফলপ্রসূ প্ল্যাটফর্ম, যেহেতু আমরা ইউরোপিয়ান বাজারকে মাথায় রেখেই কাজ করি। তাই এ মেলায় আমরা অংশগ্রহণ করি। ইউনিলিয়েন্স টেক্সটাইলের ম্যানেজিং ডিরেক্টর শাহ এস আলম বলেন, হেমটেক্সটিল আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেলা। আমরা সব সময় ইউরোপিয়ান বাজারে আমাদের অস্তিত্ব বজায় রাখতে চাই, কারণ এই একটি জায়গায় ইউরোপের সমস্ত দেশ থেকে ক্রেতাদের ভিড় জমে। শুধু তাইই নয়, নিজেদের পণ্যের মানোন্নয়নের ধারণাও প্রদর্শকেরা এখান থেকে পেতে পারে। যাবের এ্যান্ড যুবায়ের ফ্যাব্রিক্সের ম্যানেজিং ডিরেক্টর এএসএম রফিকুল ইসলাম বলেন, হেমটেক্সটিলে অংশ নেয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই নতুন বছরের ট্রেন্ড এবং ক্রেতাদের চাহিদা সম্পর্কে ভালভাবে জানা যায়। নোমান টেরি টাওয়েলের সেলস এ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইয়াসিন আরও যোগ করেন, গত অনেকগুলো বছর ধরে হেমটেক্সটিলে নিয়মিত অংশগ্রহণ করছি এবং এটা সেই অসাধারণ একটি প্ল্যাটফর্ম, যা আমাদের সাহায্য করে প্রতিনিয়ত নতুন ক্রেতাদের সঙ্গে পরিচিত করিয়ে এবং সর্বোপরি বিশ্বের সব পরিচিত।
×