ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ডায়ানা-দোদির ভাস্কর্য...

প্রকাশিত: ০৮:৫৭, ১৫ জানুয়ারি ২০১৮

ডায়ানা-দোদির ভাস্কর্য...

লন্ডনের অভিজাত ডিপার্টমেন্টাল স্টোর হ্যারডসে প্রিন্সেস ডায়ানা ও দোদি আল-ফায়েদের যে ব্রোঞ্জের ভাস্কর্য ছিল তা সরিয়ে নেয়া হচ্ছে। হ্যারডসের তৎকালীন মালিক ও দোদির বাবা আল-ফায়েদ ২০০৫ সালে এই ভাস্কর্য স্থাপন করেছিলেন। ২০১০ সালে আল-ফায়েদ কাতারী রাজপরিবারের কাছে হ্যারডস বিক্রি করেন এক শ’ ৫০ কোটি পাউন্ড দামে। ভাস্কর্যটি আল-ফায়েদকে ফিরিয়ে দেয়া হচ্ছে। এর নাম দেয়া হয় ইনোসেন্ট ভিকটিমস (নির্দোষ শিকার)। এতে ডানা মেলে দেয়া পাখির নিচে ওই যুগলকে নৃত্য ও ভঙ্গিমায় তুলে ধরা হয়েছে। -বিবিসি
×