ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে বাদীকে হত্যার চেষ্টা ১৩ মামলার আসামির

প্রকাশিত: ০৪:২৩, ১৩ জানুয়ারি ২০১৮

রূপগঞ্জে বাদীকে  হত্যার চেষ্টা  ১৩ মামলার  আসামির

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১২ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মামলা তুলে না নেয়ায় আসামিপক্ষের সন্ত্রাসীরা মামলার বাদীকে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার দাউদপুর এলাকায় এ ঘটনা ঘটে। মামলার বাদী খালেক ভুইয়া জানান, উপজেলার দাউদপুর এলাকার কামরুল হাসানসহ, তৈয়বুর রহমান, সাইদুজ্জামান, ফরহাদুজ্জামান, আতিকুল, আনোয়ারের নামে হত্যা, অস্ত্র মামলাসহ নারায়ণগঞ্জ আদালতে ১৩টি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে, ২০০৯ সালে কামরুলসহ তার লোকজন খালেক ভুইয়ার বাড়িতে হামলা চালিয়ে পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় খালেক ভুইয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এর পর থেকেই মামলাটি নারায়ণগঞ্জ আদালতে বিচারাধীন রয়েছে। বেশ কিছুদিন ধরেই আসামিরা খালেক ভুইয়াকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদান করে আসছিল। এর জের ধরে শুক্রবার সকালে আসামিরা খালেক ভুইয়ার বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গালিগালাজ করতে নিষেধ করায় আসামিরা ক্ষিপ্ত হয়ে খালেক ভুইয়া কে ধারালো অস্ত্র¿ দিয়ে হত্যার চেষ্টা চালায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিদের বিরুদ্ধে মামলা তুলে না নিলে তাকে হত্যার করবে বলে হুমকি দিয়ে চলে যায়। হুমকি-ধমকি প্রদানের পর থেকে খালেক ভুইয়াসহ তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় বসবাস করছেন। অনুসন্ধানে জানা যায়, উপজেলার দাউপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী কামরুল হাসানের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ ১৩টি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে র‌্যাব, পুলিশ একাধিকবার কামরুলকে হত্যা, অস্ত্রসহ একাধিক মামলায় গ্রেফতার করেছে।
×