ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি আসছেন ১৮ জানুয়ারি

যাচাই-বাছাই করে রোহিঙ্গা ফেরত নিতে মিয়ানমারের প্রস্তুতি

প্রকাশিত: ০৫:৩৪, ১১ জানুয়ারি ২০১৮

যাচাই-বাছাই করে রোহিঙ্গা ফেরত নিতে মিয়ানমারের প্রস্তুতি

মোয়াজ্জেমুল হক/এইচএম এরশাদ ॥ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার ও বাংলাদেশের পক্ষে গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক ও ২২ জানুয়ারির আগে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর বিষয়টি আসন্ন। এ অবস্থায় উভয় দেশের কূটনৈতিক পর্যায়ে তোড়জোড় চলছে। বিশ্ব চাপের মুখে রাখাইন থেকে বিতাড়িত রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সরকার তাদের বিভিন্ন কর্মসূচী সম্পন্ন করে চলেছে। অপরদিকে বাংলাদেশের পক্ষেও প্রথম পর্যায়ে প্রত্যাবাসনের জন্য ১ লাখ রোহিঙ্গার তালিকা হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট রোহিঙ্গাদের তালিকাও ক্রমান্বয়ে প্রস্তুতি চলছে। ইতোমধ্যে বুধবার পর্যন্ত ৯ লাখ ৬৪ হাজার ৯৯৩ জন রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হয়েছে। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফেরত নিতে মিয়ানমারের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও সে দেশের সরকারী সূত্রে ঘোষণা দেয়া হয়েছে। এদিকে রাখাইন রাজ্যে সেনা সদস্য বহনকারী যানবাহনে গত শুক্রবার একটি হামলাকে কেন্দ্র করে সেনা টহল জোরদার করা হলেও কোন ধরনের অনাকাক্সিক্ষত ঘটনার খবর পাওয়া যায়নি। তারপরও প্রায় ২০ সহস্রাদিক রোহিঙ্গা ভীতসন্তস্ত্র হয়ে মংডুর দংখালি সীমান্তে জড়ো হয়ে আছে। এরা সুযোগ বুঝে বাংলাদেশে পালিয়ে আসছে। এ প্রক্রিয়ায় বুধবার ভোরেও টেকনাফের শাহপরীরদ্বীপের বিভিন্ন পয়েন্টে দেড় শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ করেছে। শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া সীমান্ত দিয়ে রোহিঙ্গা নরনারী ও শিশুদের এ দলটি অনুপ্রবেশ করেছে। ওদিকে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেয়ার জন্য মিয়ানমার সরকার প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। দেশটির সমাজ কল্যাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব নয়ি ইন আই বুধবার জানিয়েছেন, বাংলাদেশে পালিয়ে যাওয়া মুসলমানদের পর্যায়ক্রমে গ্রহণ করবে মিয়ানমার সরকার। শ্রম অভিভাবসন ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইউ মিন্ট কাইং দ্য সে দেশের গণমাধ্যম কর্মীদের বলেছেন, রাখাইনের মুসলমানদের নিজ দেশে গ্রহণ করতে প্রস্তুতি সম্পন্ন করেছে মিয়ানমার। এদের প্রথম দলটিকে গ্রহণ করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যারসহ ভেরিফিকেশন টিম বা যাচাইকারী দল অপেক্ষায় আছে। পূরণ করা ফরম পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ির তালিকা ও তার ছবি যাচাই করা হবে। যাচাই করার পরই তাদের গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, উন্নত ডিজিটাল সফটওয়্যারে রাখাইনের রেজিস্টার্ড অধিবাসীদের নাম একটি কোড সিস্টেমের মাধ্যমে প্রবেশ করানো হয়েছে। এ ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে থাকবে দুটি টিম। ফরম পূরণ করা ব্যক্তিদের প্রথমে ছবি ও তাদের ডকুমেন্ট দেখে যাচাই করবে কেন্দ্রীয় পর্যায়ের টিম। তিনি বলেন, যাচাই করে তুমব্রু ও নাগফুরার ক্যাম্পে থাকতে দেয়া হবে ওই সকল রাখাইন মুসলমানদের। ওদিকে সমাজ কল্যাণ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রী উইন মাইয়াত আই বলেছেন, ফিরে যাওয়া রাখাইন মুসলমানদের আবাসন সুবিধা দেয়ার জন্য সরকার নতুন নতুন গ্রাম প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে রয়েছে মংডুর তাউং পাইও লেটয়ি এবং নগা খু ইয়া গ্রাম। দুটি স্থানে এসব ব্যক্তিকে গ্রহণ করা হবে। ৯ লাখ ৬৫ হাজার রোহিঙ্গা নিবন্ধিত ॥ মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধে বুধবার পর্যন্ত ৯ লাখ ৬৪ হাজার ৯৯৩ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। ফিরে না যেতে ভয় ও হুমকি দিচ্ছে আরএসও ॥ প্রশাসনের সদস্যদের পাহারায় রেখে ১২টি আশ্রিত ক্যাম্পে সন্ত্রাসী রোহিঙ্গারা সরকারের প্রত্যাবাসন সিদ্ধান্তের বিরুদ্ধে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে আরাকান বিদ্রোহীরা। আশ্রিতদের মিয়ানমারে ফিরে না যেতে উস্কানি এবং ভয়ভীতি দিচ্ছে তারা। স্থানীয়দের ভোগান্তি ॥ রাখাইন রাজ্য থেকে লাখ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকে সাড়ে চারমাস ধরে যানবাহনে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। টেকনাফ থেকে কুতুপালং (ক্যাম্প এলাকা) পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার ধরে রোহিঙ্গাদের কারণে স্থানীয়রা যানবাহনে চলাচল করতে পারছে না। শুধু রোহিঙ্গাই ভর্তি থাকে বিভিন্ন রকমের যাত্রীবাহী গাড়িগুলো। বাংলাদেশে সফরে আসছেন ইয়াংহি লি ॥ মিয়ানমার সফরে নিষেধাজ্ঞা দেয়ায় এবার বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি। ১৮ জানুয়ারি ইয়াংহি লি ৫ দিনের জন্য বাংলাদেশ সফর করবেন বলে জানা গেছে। মিয়ানমারে রোহিঙ্গা ডাকাতকে কুপিয়ে হত্যা ॥ রাখাইন রাজ্যের আকিয়াবে স্থানীয় রাখাইনরা এক রোহিঙ্গা ডাকাতকে কুপিয়ে হত্যা করেছে। সোমবার নদীতে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করে অপর রোহিঙ্গারা।
×