ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একুশে গ্রন্থমেলায় অসম স্টল বণ্টন নীতির প্রতিবাদ

প্রকাশিত: ০৮:২৪, ১০ জানুয়ারি ২০১৮

একুশে গ্রন্থমেলায় অসম স্টল বণ্টন নীতির প্রতিবাদ

স্টাফ রিপোর্টার ॥ এ বছরের অমর একুশে গ্রন্থমেলায় স্টল বরাদ্দে অসম বণ্টন হয়েছে বলে অভিযোগ করেছেন বেশকিছু প্রকাশনী। এর প্রতিবাদ করেছে প্রকাশনা সংস্থা বেহুলা বাংলা, খড়িমাটি, মেঘ, টাপুরটুপুরসহ কয়েকটি প্রকাশনা সংস্থা। প্রকাশনার সংখ্যা ও মানে এগিয়ে থেকে বাংলা একাডেমির সকল শর্ত পূরণ করার পরও স্টল বণ্টনে বাংলা একাডেমি অনিয়ম ও অস্বচ্ছতার আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন এসব প্রকাশক। কোন কোন প্রকাশনী বেশি ইউনিটের স্টল পেয়েছে, সব শর্ত পূরণ করার পরও কেউ যা পাওয়ার কথা তা পায়নি, আবার কেউ কোন স্টল বরাদ্দই পায়নি জানিয়ে বঞ্চিত প্রকাশকরা জানান, মানসম্পন্ন ও তারুণ্যনির্ভর প্রকাশকদের দাবিয়ে রাখার জন্য বাংলা একাডেমি স্বেচ্ছাচারী আচরণ করছে। ১১ জানুয়ারির মধ্যে যদি বাংলা একাডেমি স্টল বণ্টনে পুনর্বিবেচনা না করে এবং অনিয়মের খোলস থেকে বেরিয়ে না আসে তাহলে ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবেন স্টলবঞ্চিত ও চাহিদামাফিক স্টল না পাওয়া প্রকাশকরা। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাঁটাবনের কনকর্ড এম্পোরিয়ামের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেন ক্ষুব্ধ প্রকাশকরা। সমাবেশে বক্তৃতা করেন প্রকাশনা সংস্থা বেহুলা বাংলার স্বত্বাধিকারী চন্দন চৌধুরী, মেঘের কর্ণধার শাহীন লতিফ, টাপুরটুপুরের পরিচালক মহিউদ্দিন মাসুম, কবি গিরীশ গৈরিক, মাহমুব মিত্র ও মাহফুজ রিপন প্রমুখ।
×