ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাবেক মন্ত্রী মতিউর রহমান আর নেই

প্রকাশিত: ০৫:৫৫, ১০ জানুয়ারি ২০১৮

সাবেক মন্ত্রী মতিউর রহমান আর নেই

সাবেক যোগাযোগমন্ত্রী আলহাজ এম. মতিউর রহমান আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে মারা গেছেন। এম. মতিউর রহমান দুই ছেলে পাঁচ মেয়ে রেখে গেছেন। তিনি পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামে ১৯২৩ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। সাবেক এই যোগাযোগমন্ত্রী বরিশাল সদর আসনের ১৯৮৬-৮৮ সালে সংসদ সদস্য ছিলেন। তিনি সচিব ও রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছিলেন। শুক্রবার এম. মতিউর রহমানের লাশ উপজেলার জয়কুল গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। -বিজ্ঞপ্তি জবিতে প্রকাশনা উপকরণ বিক্রয় কেন্দ্র উদ্বোধন জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গ্রন্থ প্রকাশনা উৎসব অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সংজ্ঞাকে ভুল ব্যাখ্যা দেয়া হয়। বিশ্ববিদ্যালয় মানে বিশেষ বিদ্যালয়। যেখানে বিশেষ কিছু জ্ঞানলাভের মাধ্যমে মানুষ আলোকিত এবং উদার হয়। বর্তমানে সনদ বিতরণই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের উদ্যোগে প্রকাশনা বিক্রয় কেন্দ্র উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, গবেষণার মাধ্যমেই নতুন জ্ঞানের সৃষ্টি হয়। বর্তমানে উচ্চশিক্ষায় এবং গবেষণায় বরাদ্দের অভাব নেই, অভাব রয়েছে সক্ষমতার।
×