ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৩৪, ৯ জানুয়ারি ২০১৮

চাঁদপুরে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৮ জানুয়ারি ॥ চাঁদপুর সরকারী কলেজ ও চাঁদপুর সরকারী মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা বিক্ষোভ, কলেজের প্রধান ফটকে তালা ও সড়কে অগ্নিসংযোগ করেছে। সোমবার দুপুর ২টায় চাঁদপুর সরকারী মহিলা কলেজে অকৃতকার্য ২শ’ ৪১ শিক্ষার্থী বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। দীর্ঘ এক ঘণ্টা কলেজের ভেতরে আটকা পড়ে অনার্স (সম্মান) বর্ষের প্রায় ৯শ’ শিক্ষার্থী। প্রায় ২ ঘণ্টা পর চাঁদপুর মডেল থানা পুলিশ এসে তালা খুলে আটকে থাকা শিক্ষার্থীদের উদ্ধার করে। অপরদিকে বিকেল সাড়ে ৩ টায় চাঁদপুর সরকারী কলেজে একই ইস্যু নিয়ে কলেজের সামনে মরহুম আব্দুল করিম পাটওয়ারী সড়কে অগ্নিসংযোগ করে শিক্ষার্থীরা। এতে করে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।চাঁদপুর সরকারী মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী প্রিয়াংকা ও ফারজানা জানায়, তারা আইসিটিসহ বিজ্ঞান বিভাগের শিক্ষক স্বল্পতার কারণে অকৃতকার্য হয়েছেন। কিন্তু তাদের অন্যান্য সব বিষয়ে ভাল ফলাফল করেছেন। কলেজ কর্তৃপক্ষ তাদেরকে আশ^াস দিয়েছেন তাদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেয়া হবে। বঙ্গবন্ধু এতিমখানা উদ্বোধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটে অবস্থিত শেখ হেলাল উদ্দীন ডিগ্রী মহাবিদ্যালয়ে সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে নব-নির্মিত ভবনের উদ্বোধন করেছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ হেলাল উদ্দিন এমপি। সোমাবার দুপুরে কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, শেখ হেলাল উদ্দীনের সহধর্মিণী রূপা চৌধুরী, তালুকদার আব্দুল খালেক এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, ইউএনও শাহানাজ পারভীন প্রমুখ। এছাড়া ৪তলা বিশিষ্ট ১টি একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও তেকাটিয়া বঙ্গবন্ধু এতিমখানা এবং শুভদিয়া দারুল উলুম মহিলা মাদ্রাসাসহ বেশ কয়েকটি উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন তিনি।
×