ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মিয়ানমার থেকে ইয়াবা পাচারে তৎপর আনোয়ারা সিন্ডিকেট

প্রকাশিত: ০৫:৫৩, ৯ জানুয়ারি ২০১৮

মিয়ানমার থেকে ইয়াবা পাচারে তৎপর আনোয়ারা সিন্ডিকেট

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারে চট্টগ্রামের আনোয়ারা কেন্দ্রিক ইয়াবা সিন্ডিকেট তৎপর। এমন অভিযোগ শুধু এলাকার মানুষেরই নয় আইনশৃঙ্খলা বাহিনীরও। মাছের ব্যবসার আড়ালে ইয়াবা সিন্ডিকেট তৎপর থাকায় তাদের গ্রেফতারে কিছুটা সময় লাগছে এমন তথ্য র‌্যাব সেভেনের। দেশীয় চোরাচালানিদের বেশ কয়েকটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীচক্র মাছ ধরার আড়ালে ইয়াবার চালান বাংলাদেশে নিয়ে আসছে। ফলে র‌্যাবের পক্ষ থেকে বঙ্গোপসাগরের চট্টগ্রাম বিভাগীয় পূর্বাঞ্চলে টহল জোরদার করা হয়েছে। অভিযোগ রয়েছে, সাগরে যেসব ইয়াবার চালান ধরা পড়েছে সেগুলো কক্সবাজার পর্যন্ত নিয়ে আসছে মিয়ানমারের পাচারকারীরা। কক্সবাজার থেকে আনোয়ারা কেন্দ্রিক ফিশিং ট্রলার ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমেই ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচার হচ্ছে । তবে কক্সবাজার থেকে আনোয়ারা হয়েই ইয়াবার চালান আসছে সবচেয়ে বেশি। কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফ ইয়াবা পাচারের অন্যতম রুট। তবে মিয়ানমার এবং দেশীয় চোরাচালানীদের অন্যতম রুট হচ্ছে আনোয়ারা-গহিরা ও আনোয়ারা উপকূলীয় অঞ্চল। সর্বশেষ র‌্যাব সেভেনের টেকনাফ ক্যাম্প গোপন সংবাদের অভিযান চালিয়ে গত শুক্রবার প্রায় ২৫ কোটি টাকা মূল্যের পাঁচ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। আনোয়ারা কেন্দ্রিক ইয়াবা সিন্ডিকেট মাছের ব্যবসার অন্তরালে ফিশিং ট্রলার দিয়ে ইয়াবা পাচারের সঙ্গে জড়িয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে একটি ফিশিং ট্রলারের অন্তরালে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে কক্সবাজারের দিকে যাত্রা করেছে এমন তথ্যের ভিত্তিতে গত ৫ জানুয়ারি কলাতলী এলাকায় একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে আটক করা হয়। পরে ট্রলারটি তল্লাশি করে ট্রলারের মাছ রাখার প্রকোষ্ঠের ভেতর কৌশলে লুকানো অবস্থা থেকে ৫ লাখ পিস ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ৮ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সকলেই আনোয়ারার। এর আগে গত বছরের ২৭ সেপ্টেম্বর ভোরে ৮ লাখ পিস ইয়াবাসহ কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ এলাকার সমুদ্রসীমায় একটি ফিশিং ট্রলার আটক করে তল্লাশি চালানোর পর উদ্ধার করা হয় ৪০ কোটি টাকা। এই ঘটনায় ও ইয়াবা পাচারের অপরাধে ৩ রোহিঙ্গাসহ ৪ জনকে গ্রেফতার করে র‌্যাব সেভেন এর আগে গত বছরের ১৬ এপ্রিল চট্টগ্রামে ২০ লাখ পিস ইয়াবাসহ এফভি মোহসেন আউলিয়া নামে একটি ট্রলার আটক হয়েছে। র‌্যাবের অভিযানে আটক এ ট্রলার থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ইয়াবা সিন্ডিকেট প্রধান মোজাহার ও ট্রলার মালিক জলিলসহ এ সিন্ডিকেটটি গত এক বছরে ৭৬ লাখ ইয়াবা পাচারের ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। উদ্ধারকৃত এসব ইয়াবার মূল্য প্রায় শত কোটি টাকা।
×