ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উত্তরাঞ্চলে আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ শুরু

প্রকাশিত: ০৫:৫১, ৯ জানুয়ারি ২০১৮

উত্তরাঞ্চলে আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ শৈত্যপ্রবাহের কবলে হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়া উত্তরাঞ্চলের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। ‘মানবতার পাশে মানবতার মা’ দেশরতœ শেখ হাসিনার পক্ষে একটি করে কম্বল ও নগদ ৫০০ টাকা বিতরণে দলটিতে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় আওয়ামী লীগের প্রতিনিধি দলটি নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে তিন হাজার ২০০ শীতার্ত মানুষকে দলটির পক্ষে সহায়তা প্রদান করা হয়। এখানে শীতবস্ত্র বিতরণ শেষে প্রতিনিধিদলটি পঞ্চগড় চলে যান। মঙ্গলবার প্রতিনিধি দলটি পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করবেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক স¤পাদক বিএম মোজাম্মেল হক এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। শীতবস্ত্র বিতরণকালে ওবায়দুল কাদের বলেন, অসহায় শীতার্তদের পাশে কোনদিন বিএনপিকে পাবেন না। ইতিহাস বলে বিএনপির ক্ষমতার উৎস বুলেট। আর আওয়ামী লীগের উৎস জনগণ। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আজ শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নসহ অসহায় মানুষজনের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করছে। তাই উত্তরবঙ্গে প্রচ- শীতের খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা ছুটে এসেছি শীতার্ত মানুষের সহায়তা প্রদানে। আগামীকাল থেকে আওয়ামী লীগ গোটা দেশে দলীয়ভাবে শীতবস্ত্র বিতরণ শুরু করবে বলে উল্লেখ করেন। তিনি বিএনপির সমালোচনা করে বলেন দলটির মেরুদ- আর নেই। তারা যখন ক্ষমতায় ছিল তখন অনিয়ম দুর্নীতি করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। এদেশের মানুষকে নিষ্পেষিত করেছে। আজ জনগণ তাদের দিক হতে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই তারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে ভয় পায়। এ প্রসঙ্গে তিনি আরও বলেন বিএনপি সিটি ও পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচনে হাতেগোনা কয়েকটি সিট পেলে কোন মন্তব্য করে না। আর হেরে গেলেই মুখস্ত বক্তব্য দেয় নির্বাচন সুষ্ঠু হয়নি। যেমনটি তারা রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি করেছে। বিএনপির প্রার্থী জামানত হারিয়েছে। ওই নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি উল্লেখ করে সেতুমন্ত্রী আরও বলেন সেখানে জাপার প্রার্থীর জনপ্রিয়তায় বিজয় হয়। সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক প্রমুখ। উল্লেখ্য, প্রচ- শীতে নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৯ ও পঞ্চগড়ে ২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস ছিল সোমবার।
×